• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপ নয় গুণটাই আসল! আসছে নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’, রইল অভিনেত্রীর আসল পরিচয়

Published on:

Anurager Chhowa,New Serial,Anurager Chhowa Actress Real Name,Anurager Chhowa Cast,Swastika Ghosh,Soumili Chakraborty,অনুরাগের ছোঁয়া,নতুন সিরিয়াল,অনুরাগের ছোঁয়া অভিনেত্রীর আসল নাম,স্বস্তিকা ঘোষ,সৌমিলী চক্রবর্তী

বাঙালি দর্শকদের কাছে সিরিয়াল প্রতিদিনের বিনোদনের মাধ্যম। সম্প্রতি দর্শকদের মন কেড়ে নিতে ষ্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়েল ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)’। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের অফিসিয়াল পেজে। নতুন এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’।

যেমনটা জানা যাচ্ছে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিয়াল। দেখা যায় সোম থেকে শুক্র প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে। এতো গেল নতুন সিরিয়ালের কথা, এবার আসা যাক অভিনেতা অভিনেত্রীদের কথায়। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সাথে আর জানাবো ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর আসল পরিচয়।

Anurager Chhowa,New Serial,Anurager Chhowa Actress Real Name,Anurager Chhowa Cast,Swastika Ghosh,Soumili Chakraborty,অনুরাগের ছোঁয়া,নতুন সিরিয়াল,অনুরাগের ছোঁয়া অভিনেত্রীর আসল নাম,স্বস্তিকা ঘোষ,সৌমিলী চক্রবর্তী

নতুন সিরিয়ালের প্রমো দেখলেই বোঝা যাচ্ছে দেমাগী সুন্দরী নয় বরং গুণে সরস্বতীই সিরিয়ালের আসল নায়িকা। আর এই গুণবতী চরিত্রে যিনি অভিনয় করবেন সেই অভিনেত্রীর নাম স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর অভিনেত্রীর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। এই সিরিয়ালের হাত ধরেই ডেবিউ করছেন স্বস্তিকা ঘোষ, তবে দিব্যজ্যোতি দত্তের এটা প্রথম সিরিয়াল নয়।

Anurager Chhowa,New Serial,Anurager Chhowa Actress Real Name,Anurager Chhowa Cast,Swastika Ghosh,Soumili Chakraborty,অনুরাগের ছোঁয়া,নতুন সিরিয়াল,অনুরাগের ছোঁয়া অভিনেত্রীর আসল নাম,স্বস্তিকা ঘোষ,সৌমিলী চক্রবর্তী

অভিনেত্রীর এটি প্রথম সিরিয়াল হলেও টেলিভিশন জগতে যে একেবারেই নতুন তা কিন্তু নয়। এর আগেও বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে মূলত পার্শ্ব চরিত্রেই অভিনয়  করেছেন বিভিন্ন সিরিয়ালে। যেমন সান বাংলা চ্যানেলের ‘স্বরস্বতীর প্রেম’ সিরিয়ালে নায়কের বোনদের চরিত্রে।

Anurager Chhowa,New Serial,Anurager Chhowa Actress Real Name,Anurager Chhowa Cast,Swastika Ghosh,Soumili Chakraborty,অনুরাগের ছোঁয়া,নতুন সিরিয়াল,অনুরাগের ছোঁয়া অভিনেত্রীর আসল নাম,স্বস্তিকা ঘোষ,সৌমিলী চক্রবর্তী

‘দত্ত অ্যান্ড বৌমা’ সিরিয়ালেও দেখা গিয়েছিল, এরপর বেশ কিছুটা জনপ্রিয়তা  পেয়েছিলেন অভিনেত্রী। সিরিয়ালের জেরে জনপ্রিয়তা পাবার পর সোশ্যাল মিডিয়াতেও বেশ পপুলার হয়ে ওঠেন অভিনেত্রী। একসময় ‘টিকটক’ অ্যাপে বেশ সক্রিয় থাকতেন স্বস্তিকা, প্রতিদিন শেয়ার করতেন রিল ভিডিও।

Anurager Chhowa,New Serial,Anurager Chhowa Actress Real Name,Anurager Chhowa Cast,Swastika Ghosh,Soumili Chakraborty,অনুরাগের ছোঁয়া,নতুন সিরিয়াল,অনুরাগের ছোঁয়া অভিনেত্রীর আসল নাম,স্বস্তিকা ঘোষ,সৌমিলী চক্রবর্তী

অবশ্য সিরিয়ালে এক নয় দুই নায়িকাকে দেখানো হয়েছে। দেমাগী সুন্দরী তথা রূপবতী নায়িকার চরিত্রে দেখা যাবে সৌমিলি চক্রবর্তীকে (Soumili Chakraborty)। অভিনেত্রীর এটাই প্রথম সিরিয়ালে অভিনয়। সিরিয়ালে স্বস্তিকা ও সৌমিলি দুই বোনের চরিত্রে অভিনয় করবেন।

new serial Anurager Chowa Promo অনুরাগের ছোঁয়া নতুন সিরিয়ালের প্রমো

সৌমিলি সুন্দরী ও গরিব মানুষকে দুচোখে দেখতে পছন্দ করে না। অন্যদিকে স্বস্তিকার তেমন রূপ না থাকলেও গুণ রয়েছে ভরপুর। আর নায়কের মতে রূপ নয় বরং গুণটাই আসল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥