• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে রক্তের টান! অজান্তেই সোনার রক্ষাকবচ হয়ে দাঁড়ালো রূপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম ট্র্যাক

Published on:

Anurager Chowa Rupa stands before sister Sona to protect her in school

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। ধারাবাহিক যত এগিয়েছে, ততই বেড়েছে জনপ্রিয়তা। সোনা-রূপার (Sona-Rupa) এন্ট্রি হওয়ার পর তো আবার পরপর দু’সপ্তাহ বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।

আর হবে নাই বা কেন! সিরিয়ালে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তাতে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়েছে। ইতিমধ্যেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে কবীর এবং তাঁর স্ত্রী শিবানী। এই শিবানীকেই সাক্ষী রেখে লাবণ্য দীপার অগোচরে সোনাকে সূর্যর হাতে তুলে দিয়েছিল। ঘটনাচক্রে তাঁকেই বিয়ে করেছে কবীর।

Anurager Chhowa Kabir

শিবানীই যে কবীরের স্ত্রী, তা দেখার পর তাই স্বাভাবিকভাবেই দর্শকমহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আবার কবীর এবং শিবানী দীপা ও রূপার সঙ্গে দেখাও করেছে। দেখার করতে গিয়েই, দীপার মুখে সূর্যর দ্বিতীয় বিয়ের কথা শুনে বেশ চমকে ওঠে শিবানী।

ওদিকে আবার, কাকিয়ার সঙ্গে দীপার বাড়ি গিয়েছিল সোনা। সেখান থেকে ফেরার সময় রূপার স্কুলের সামনে সোনাকে গাড়িতে বসিয়ে রেখে লিপস্টিক কিনতে যায় তাঁর কাকিয়া। সেই সুযোগে গাড়ি থেকে নেমে সোজা রূপার স্কুলে চলে যায় সোনা। সেখানে বাকি বাচ্চাদের সঙ্গে খেলতে চায় সে।

Sona Rupa Anurager Chhowa

কিন্তু রূপার স্কুলের সেই বাচ্চারা সোনার মুখে আধো আধো কথা শুনে ঠাট্টা করতে থাকে। যা দেখে সোনা বলে, তার স্পিচ থেরাপি চলছে। ট্রিটমেন্ট করলেই তার কথাও ঠিক হয়ে যাবে। একথা শোনার পর দ্বিগুণ জোরে হেসে ওঠে তারা। আর তখনই সেখানে এসে বোনের ঢাল হয়ে দাঁড়ায় রূপা।

দুই বোনের মধ্যেকার এই টান দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে দর্শকরা। অজান্তেই যেভাবে রূপা তার বোন সোনার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে, তা দেখে প্রশংসা করেছেন সকলে। অনেকেই একবাক্যে মেনে নিয়েছেন, সোনা-রূপার এন্ট্রিতেই ‘অনুরাগের ছোঁয়া’ আরও জমে উঠেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥