• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমদিবসে কাছাকাছি সূর্য-দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র ভ্যালেন্টাইন প্রোমো দেখে চোখ জুড়োলো দর্শকদের

Published on:

Anurager Chowa new Valentine's Day Special Promo Surjo comes to deepa with rose

বর্তমানে বাংলার সবচাইতে জনপ্রিয় সিরিয়াল ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সাপ্তাহিক টিআরপি তালিকাই (TRP List) চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা। সূর্য-দীপার কাহিনী নিয়ে শুরু হলেও সোনা-রুপাকেও আপন করে নিয়েছেন সকলে। তাই তো মিঠাই, গাঁটছড়াকে বহুদিন আগে টেক্কা দিয়ে প্রতিবারে বেঙ্গল টপারের শিরোপা চিয়ে নিচ্ছে এই সিরিয়াল। এখন অপেক্ষা সূর্য-দীপার মিলনের।

নিয়মিত দর্শকেরা জানেন বিগত একমাসেরও সময় ধরে সিরিয়ালের ট্র্যাক যেন আটকা পরে গিয়েছে। এক হতে গিয়েও কোনো না কোনো কারণে হচ্ছে না মিলন। যার ফলে কিছু দর্শকেরা বিরক্ত হয়ে গিয়েছেন একাধিক টুইস্ট আর গল্পের মারপ্যাচ দেখে। কিছুতেই যেন মিটছে না ভুল বোঝা বুঝি।

Anurager Chonwa,Deepa,Surjo,

সোশ্যাল মিডিয়াতে নতুন কোনো প্রোমো এলেই সেটা সুপার ভাইরাল হয়ে পরে ঠিকই। কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কটাক্ষ করে জানান দেন যে একঘেয়ে ট্র্যাক দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন তাঁরা। এবার সেই কটাক্ষ কানে নিয়েই প্রেম দিবস উপলক্ষে দর্শকদের একটুকরো রোম্যান্সের দৃশ্য উপহার দিল ষ্টার জলসা।

Anurager Chhowa Surjo Deepa Valentine Promo

হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। কয়েক সেকেন্ডের ভিডিও হলেও দর্শকদের মন জিতে নিয়েছে। কারণ দীপা যে ফুলের দোকান সামলায়। তাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দোকানে ফুল সাজাচ্ছে সে। এদিকে সোনা তাঁর ফুল মায়ের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়েছে।

Anurager Chhowa Surjo gives Deepa Rose

তারপরেই দেখা যাচ্ছে দীপাকে দাদা প্রশ্ন করেছে আজকের দিনটা কি যেন? যার উত্তরে সে বলে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স দে। এই দিনে ভালোবাসার মানুষকে গোলাপ দেয় সবাই।

তখন দাদা জিজ্ঞাসা করে ডাক্তারবাবু কখনো ফুল দিয়েছে তাকে? এই শুনেই অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যায় দীপা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রেস্তোরায় বসে দীপাকে নিজের মনে কথা জানিয়েছিল সূর্য। একথা মনে পড়তেই চোখের কোণে জল এসেছে দীপার।

তবে তারপরেই বহুপ্রতীক্ষিত একটা ভালো মুহূর্ত দেখা গেল। দেখা যাচ্ছে দীপার দোকানের সামনেই হাতে গোলাপ নিয়ে হাজির হয়েছে সূর্য। সত্যিই কি এই পর্ব উপহার পাবে দর্শকেরা? নাকি এটা দীপার কল্পনা মাত্র? জানার জন্য দেখতে হবে অনুরাগের ছোঁয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥