• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বেহায়া! সূর্যকে পেতে নতুন শয়তানি প্ল্যান করছে মিশকা, ফাঁস অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব

Published on:

Anurager Chowa Mishka New plan to get Surja away from Deepa using Sona

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম। তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। টিভির পর্দায় এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) রোম্যান্স দেখলে মন জুড়িয়ে যায় দর্শকদের। নিমেষে দূর হয়ে যায় সারা দিনের ক্লান্তি।

তবে সূর্য-দীপা ছাড়াও এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় দুজন সদস্য হল পাতা মেয়ে আর হিংসুকুটি অর্থাৎ সোনা-রুপা। দুজনের ছেলেমানুষি দেখলে নিমেষের মধ্যেই মন ভালো হয়ে যায় দর্শকদের। সকলেই জানেন এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে নিত্য নতুন ধামাকা।

Anurager Chhowa Surjo Deepa Romance Mishka Upcoming Episode

তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সমস্ত কাজ সেরে সবাই বসে পড়েন টিভির সামনে। গত পর্বেই দর্শক দেখেছেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সূর্য। এক মুহূর্তের জন্য হলেও দীপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘোর কাটতেই আবার দীপার সাথে একইরকম ব্যবহার শুরু করে সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন ট্র্যাক,New Track

এরই মধ্যে ফাঁস হয়ে গেলে অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব। আসন্ন পর্বে দর্শকরা দেখতে পাবেন সূর্যর  জন্য দীপা বাড়িতেই মেডিকেল ক্যাম্পের মতো দাতব্য চিকিৎসালয়ের আয়োজন করেছে। যা দেখে সাতসকালে হাজির মিশকা সূর্যকে সমানে উস্কাতে থাকে। সে সূর্যকে বলতে শুরু কে ‘এখানে চিকিৎসার প্রয়োজনীয় পরিষেবা নেই’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন ট্র্যাক,New Track

কিন্তু সূর্য মিশকাকে থামিয়ে দিয়ে দীপার সাথেই সহমত পোষণ করে মিশকাকে হাসপাতালে পাঠিয়ে নিজে  বাড়িতেই থেকে যায় বিনা পয়সায় রোগী দেখার জন্য। এইভাবে সূর্যের কাছে ঘাড় ধাক্কা খেয়ে নতুন ফন্দী আঁটতে সোনা রুপার স্কুলে চলে যায় মিশকা। সেখানেই প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে স্কুলেই বাচ্চাদের জন্য একটি হেলথ ক্যাম্প করে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন ট্র্যাক,New Track

কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ফুলের মত শিশু সোনার কান ভাঙানো। তাই সোনা চেকাপের জন্য ঘরে আসতেই মিশকা তাকে বলে সে তার বাবার কাছে নিয়ে যাবে। সেইসাথে জানিয়ে দেয় যে তাঁর বাবা এখন তাঁর মায়ের সাথেই রয়েছে। এ কথা শুনে খুশি হয়ে যায় সোনা। কিন্তু মিশকা সোনার কানে কানে বলে দেয়  এই কথাগুলো যেন সে কাউকে না বলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন ট্র্যাক,New Track

এমনকি রুপার সাথেও এই ব্যাপারে কোন কথা বলতে বারণ করে দেয় মিশকা। এরপর সোনা রুপার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে আড়ি দিয়ে দেয়। এরপর রুপা বাড়ি এসে দিদিভাইকে সবটা জানিয়ে দেয়। আর সবটা শুনে আমি লাবণ্য দেরি না করে মিশকাকে ফোন করে কড়া ডোজ দিয়ে দেয়। কিন্তু মিশকা তো দমবার পাত্রী নয়। তাই দেখার আগামী দিনে সে সূর্যকে পাওয়ার জন্য সোনাকে কিভাবে হাতিয়ার বানায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥