• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব শয়তানি পরিকল্পনা ব্যর্থ, মিশকাকে ধাক্কা দিয়ে বের করালেন জাজ! জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Serial) টিআরপি তালিকায় তো বটেই, দর্শকদের মনেও রাজত্ব করছে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সূর্য (Surjya)-দীপার (Deepa) ধারাবাহিকের জনপ্রিয়তা। এখন তো প্রত্যেক পর্বেই কোনও না কোনও ধামাকা নিয়ে আসছেন নির্মাতারা। তাই স্বাভাবিকভাবেই ‘অনুরাগের ছোঁয়া’ ঘিরে দর্শকদের উত্তেজনাও ক্রমশ ঊর্ধ্বমুখী।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সোনা তাঁর মেয়ে একথা শোনার পর দীপার আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। মিশকার (Mishka) মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছে সে। কিন্তু মিশকাও দমে যাওয়ার পাত্রী নয়। সূর্যকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি সে। কিন্তু এবার সূর্যকে পাওয়ার ষড়যন্ত্র করতে গিয়েই কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেল সে।

   

Anurager Chhowa, Mishka and Judge, Surjya Deepa divorce

দীপাকে ভয় দেখিয়ে মিশকা তাঁকে ডিভোর্স দেওয়ানোর জন্য রাজি করিয়ে ফেলেছিল। কিন্তু এখন দীপা বেঁকে বসেছে। সেই জন্য এখন মিশকা সূর্যকে বোঝাচ্ছে যে দীপা তাঁর থেকে সোনাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকবারের মতো এবারেও প্রিয় বান্ধবীর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে সূর্য, দীপাকে ডিভোর্স দিতেও রাজি হয়ে গিয়েছে সে।

গতকাল সম্প্রচারিত হয়েছে সূর্য-দীপার ডিভোর্স স্পেশ্যাল পর্ব। সেখানে দেখা গিয়েছে, সূর্য ডিভোর্স চাইলেও, দীপা স্পষ্ট বলে দেয় সে এই বিয়ে ভাঙতে চায় না। একথা শুনেই ফের সূর্যর কান ভাঙাতে চলে আসে মিশকা। দীপার বিরুদ্ধে একের পর এক খারাপ কথা বলে সূর্যকে রাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে সে।

Anurager Chhowa, Surjya Deepa divorce, Surjya and Mishka

তবে এবার মিশকাকে চুপ করানোর জন্য দীপা কিংবা লাবণ্যকে আলাদা করে কিছু করতে হয়নি। জাজ নিজেই তাঁকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রথমে মিশকা যেতে চাইছিল না। একথা শুনে জাজ, পুলিশকে বলেন তাঁকে বের করে দেওয়ার কথা। তখন মিশকা নিজেই বেরিয়ে যায়।

‘অনুরাগের ছোঁয়া’র এই পর্ব দেখে দর্শকরা ভীষণ খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জাহির করছেন তাঁরা। কেউ কেউ এও বলছেন, সূর্যর প্রেমে পাগল হয়ে মিশকা হিহাহিত জ্ঞানও মনে হয় হারিয়ে ফেলেছে। সে হয়তো ভুলে গিয়েছে, আদালতের ভেতরে জাজের কথাই শেষ।