• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোর্টের আদেশে এক হল সূর্য-দীপা, মিশকাকে ছুঁড়ে ফেলল সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এখন প্রত্যেকটি এপিসোড দারুণ জমজমাট হচ্ছে। সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়ালে একের পর এক টুইস্ট আসছে। প্রত্যেকদিন কোনও না কোনও নতুন মোড় নিচ্ছে ধারাবাহিকের গল্প। আর বলাই বাহুল্য, নিত্যদিন কাহিনীতে টুইস্ট অ্যান্ড টার্ন এনে টিআরপি তালিকাতেও বাজিমাত করছে এই সিরিয়াল।

‘অনুরাগের ছোঁয়া’য় এখন সূর্য- দীপার ডিভোর্স (Divorce) ট্র্যাক চলছে। দীপার থেকে আলাদা হতে চেয়ে আদালতের (Court) দ্বারস্থ হয়েছে সূর্য। যদিও জাজের কাছে দীপা সাফ জানিয়ে দিয়েছে, সে এই ডিভোর্স চায় না। সোনা- রূপার মুখের দিকে তাকিয়ে কিছুতেই সে এই বিয়ে ভাঙতে দেবে না। একথা শুনে রীতিমতো জ্বলে পুড়ে যায় মিশকা (Mishka)।

   

Anurager Chowa surja deepa in court for divorce, Anurager Chhowa

এরপর আবার জাজের সঙ্গে গিয়ে আলাদা ভাবে দেখা করেন লাবণ্য সেন। সূর্য-দীপার সম্পর্কের জটিলতার কথা জাজকে জানান তিনি। এরপরই আসবে ধামাকেদার মোড়। আজকের পর্বে দেখানো হবে, সূর্য-দীপাকে ৬ মাস একসঙ্গে থাকার নির্দেশ দেবেন বিচারক।

আদালতের এই রায় শুনে প্রচণ্ড খুশি হয় দীপা এবং তাঁর শ্বশুর-শাশুড়ি অর্থাৎ লাবণ্য এবং প্রবীর। কিন্তু সূর্য বেজায় চটে যায়। মিশকারও এই রায় শুনে রীতিমতো দিশেহারা অবস্থা হয়ে যায়। জাজের রায় শুনে পাগলের মতো ছুটতে ছুটতে সে সূর্যর কাছে যায়। এরপর আবারও তাঁকে ভুল বোঝাতে শুরু করে।

Anurager Chhowa, Surjya Deepa divorce, Surjya and Mishka

অপরদিকে দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে দীপা। তখনই রাগের মাথায় মিশকাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় সূর্য। বলাই বাহুল্য, কুটিলা মিশকার এই পরিণতি দেখে বেজায় খুশি দর্শকরা। আর বিশেষত এবার সূর্যর হাতে ধাক্কা খেয়েছে বলে কথা!

সূর্য মিশকাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দীপা এগিয়ে আসে। মিশকার দিকে দীপা হাত বাড়িয়ে দিতেই সে ভয় পেয়ে যায়। তখন দীপা বলে, ভয় নেই আমি তোমায় মারব না। তুমি তো এমনিতেই মরে আছো। তোমার মরা গায়ে আমি আর নুনের ছিটে দেব না। সবমিলিয়ে, ‘অনুরাগের ছোঁয়া’র আজকের ট্র্যাক যে একেবারে জমজমাট হতে চলেছে তা বেশ বোঝাই যাচ্ছে।