• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি পাল্টে গেল পুরো লুক! ‘অনুরাগের ছোঁয়া’র দীপার অপূর্ব রূপ থেকে চোখ সরানো দায় সকলের

Updated on:

Anurager Chowa Dipa actress Swastika Ghosh New look viral on Social Media

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী দর্শকদের শুরু থেকেই প্রচণ্ড পছন্দের। যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা এবং টিআরপি।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা দীপার (Deepa) চরিত্রে অভিনয় করেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এর আগে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, এটিই তাঁর প্রথম লিড চরিত্র। আর বলাই বাহুল্য, নায়িকা হিসেবে প্রথম চরিত্রেই বাজিমাত করেছেন তিনি।

Anurager Chhowa Deepa

স্টার জলসায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে দুই মেয়ের মা হিসেবে দেখানো হচ্ছে স্বস্তিকাকে। বাস্তবে বয়স অনেক কম হলেও, মায়ের চরিত্রে অভিনেত্রীর সাবলীল অভিনয়ের প্রশংসা করেছে দর্শকরা। এবার এই পর্দার ‘দীপা’ই রাতারাতি নিজের লুক বদলে সকলকে চমকে দিলেন।

Swastika Ghosh

দীপা মানেই দর্শকরা তাঁকে সাধারণ ছিমছাম শাড়িতে দেখতে অভ্যস্ত। তবে এবার একেবারে স্টাইলিশ অবতারে হাজির হয়েছেন তিনি। আর সেই লুক দেখে ঘায়েল হয়ে গিয়েছে নেটিজেনরা। আকাশি রঙের শাড়ি আর নীল রঙের ডিজাইনার ব্লাউজে অপূর্ব দেখাচ্ছে স্বস্তিকাকে। তাঁর লুক সম্পূর্ণ করেছে খোঁপায় গোঁজা হলুদ ফুল।


ছিমছাম শাড়ি ছেড়ে দীপাকে এই নতুন লুকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে জানিয়ে রাখি, স্বস্তিকার এই নতুন লুক কন্তু ধারাবাহিকের নয়, বরং কোনও ফট শ্যুটের। তবে সে যাই হোক না কেন, প্রিয় অভিনেত্রীকে একেবারে ভিন্ন লুকে দেখে অনুরাগীরা যে মুগ্ধ হয়ে গিয়েছে তা ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে।


অপরদিকে যদি ‘অনুরাগের ছোঁয়া’র দিক থেকে বলা হলে, এখনও পর্যন্ত সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মেটেনি। পর্দা ফাঁস হয়নি মিশকার। তবে দর্শকদের অনুমান, কবীরের মাধ্যমেই এবার সমস্ত সত্যিটা জানতে পারবে সূর্য এবং সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছাকাছি আসবে দীপা এবং তাঁর ডাক্তারবাবু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥