• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাল্টে গেল পাশা! মিশকাকে উচিত শিক্ষা দিয়ে পরিবারকে এক করল দীপা, টিভির আগে ফাঁস ধামাকা পর্ব

Published on:

Deepa Comes back to Sengupta House teaches Sona Rupa Dance together

সপ্তাহজুড়ে এখন বাংলা সিরিয়ালের দর্শকদের মন জুড়ে রয়েছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে নিত্যনতুন চমক। এক টানা ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এককথায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক।

টানটান উত্তেজনায় ভরা এই সিরিয়ালের একটাও এপিসোড এখন মিস করেন না কেউ। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজলেই হাতের সব কাজ সেরে সবাই বসে পড়েন অনুরাগের ছোঁয়ার ধামাকা সব পর্ব দেখার জন্য। এখন ঝড়ের বেগে এগোচ্ছে ধারাবাহিকের প্রতিটা পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcomin Episode

এখন দীপার কাছে অনেক কিচুই পরিষ্কার হয়ে গিয়েছে। একটু একটু করে অনেক মিথ্যের ওপর থেকে পর্দা উঠতে শুরু করেছে।এখন দীপা জানে রুপার মতোই সোনাও তাঁর আর এক যমজ মেয়ে। আর তাই সোনার পরিচয় জানার পর থেকেই যেন দীপার গায়ের জোর বেড়ে গিয়েছে। অনেকদিন পর দীপাও আবার ফিরে এসেছে তাঁর মারমুখী পুরনো রূপে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcomin Episode
তাই ইতিমধ্যেই মিশকার বাড়ি গিয়ে তাকে বেদম মার মেরে এসেছে দীপা। সেইসাথে মিশকাকে দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে সমস্ত প্রমান রেকর্ড করে দীপা এখন উল্টে মিশকাকে ব্ল্যাকমেইল করছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগাম পর্ব।

দেখা যাচ্ছে দুই মেয়ে কে নিজে নাচ শেখাচ্ছে দীপা। আর মনের আনন্দে গান গাইছেন দীপার শাশুড়ি লাবণ্য।আর জয় তবলা বাজছে। সব মিলিয়ে সেনগুপ্ত বাড়িতে অনেকদিন পর আবার বইছে খুশির হাওয়া। কিন্তু মেয়ে সোনার চিন্তায় সূর্যের মুখের হাসি উধাও।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcomin Episode
অন্যদিকে বরাবরের মতো এদিনও সেনগুপ্ত বাড়ির দরজায় আড়ি পাততে হাজির মিশকা। কিন্তু দীপা থাকায় ভিতরে ঢোকার সাহস হয় না তাঁর। তাই ফোন করে সূর্যকে জোর করেই সামনাসামনি দেখা করতে ডেকে নেয়। তবে দীপাও আড়ালে থাকা মিশকাকে দেখে নেয়। তাই এবার সে মিশকাকে জব্দ করার জন্য নতুন বুদ্ধি আঁটে।  তাই দীপা এদিন দুই মেয়ে কে দিয়ে সূর্যকে আটকে দেবে।  সব মিলিয়ে অনুরাগের ছোঁয়ার প্রতিটা পর্বই কিন্তু এখন জমে উঠেছে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥