• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

থাপ্পড় থেকে বেল্টের বাড়ি, এতদিনে মিশকাকে উচিত শিক্ষা দিল দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

Anurager Chowa Deepa beats hell out of Mishka with beal dhamaka Episode

ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়াল বর্তমানে সকল দর্শকদের কাছেই প্রিয়। জমিন দুর্দান্ত অভিনয় তেমনি টানটান উত্তেজনার ট্র্যাক। সব মিলিয়ে টিভির পর্দা থেকে চোখ সরানো দায়! সেই কারণেই বিগত ১৪ সপ্তাহ ধরে TRP তালিকায় বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। তবে এবার প্রতিদিনই আসছে একেরপর এক দুর্ধর্ষ পর্ব, যেটা একেবারেই মিস করা যাবে না।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল যেখানে দেখা যাচ্ছে সূর্য দীপা কোর্টে হাজির হয়েছে ডিভোর্সের জন্য। তবে এরপরেই দর্শকদের জন্য দারুন সারপ্রাইজ দিয়েছে ষ্টার জলসা। কারণ এতদিনের রাগ একেবারে উগরে শয়তান মিশকাকে শুটিয়ে লাল করে দিয়েছে দীপা। হাত পেঁচিয়ে ধরে থাপ্পড় থেকে বেল্টের বাড়ি দিয়ে চাপকে দিয়েছে মিশকাকে।

Deepa beats Mishka Anurager Chowa

এমন একটা দুর্দান্ত মুহূর্তের জন্য বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শকেরা। এবার সেটাই উপহার পেল সকলে। এতদিন ধরে মিশকার ষড়যন্ত্রের শিকার হলেও এবার প্রতিবাদে রুদ্রমূর্তি ধারণ করল দীপা। শাশুড়ি লাবণ্য সেনগুপ্তর দেওয়া শাড়ি পরে রাতে মিশকার বাড়ি যায় দীপা।

ANurager Chowa Today Episode Deepa Whipped Mishka gets confession recording

প্রথমেই ফোনের রেকর্ডিং ও করে নেয়। এরপর মিশকার কাছে অভিনয় করে হেরে যাওয়ার, কিন্তু পর মুহূর্তের মিশকার গালে সোজা থাপ্পড়। দীপার এমন রূপ দেখে মিশকা নিজেও ভয় পেয়ে যায়। কিন্তু শেষমেশ মার খেয়ে স্বীকার করে যে আরেক মেয়েকে বিক্রি করে দিয়েছে সে। তাছাড়া রুপার ক্ষতি করার চেষ্টাও করেছিল সে নিজেই। .

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)

এই সমস্ত কথা দীপার ফোনে রেকর্ড হয়ে যায়। যেটা পুলিশ কিংবা লাবণ্য সেনগুপ্ত যে কোনো একজনকে দিলেই সব খেল খতম হয়ে যাবে বলে ওয়ার্নিং দেয় দীপা। বোঝাই যাচ্ছে হার্টবিট বাড়িয়ে দেওয়ার মত পর্ব আসতে চলেছে আজ রাতে। এরপর কি হল সেটা দেখার জন্য চোখ রাখুন টিভির পর্দায় আর সব আপডেটের জন্য বংট্রেন্ড পেজে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥