• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই হয়েছিলেন অরিন্দম শীলের লালসার শিকার! পরিচালকের নোংরামির ফাঁস করল দীপার শাশুড়ি লাবণ্য

Published on:

Anurager Chowa Labanya AKA Rupanjana Mitra alleged Arindam Sil, shared her casting couch ecperience

টলিউডের (Tollywood) তো বটেই, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত একটি নাম হল রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পর তাঁর আর আলাদা করে কোনও পরিচয়ের দরকার পড়ে না। আর যারা এই নামটা চেনেন না, তাঁরা অভিনেত্রীর মুখ দেখলে ঠিকই চিনতে পারবেন। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে সূর্যের মা তথা দীপার শাশুড়ি লাবণ্যর চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দার দীপার শাশুড়ি এখন দর্শকদের বিচারে সেরা শাশুড়ি মা। যেভাবে তিনি ছেলের বৌয়ের পাশে থাকেন তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ সকলে। তবে আপনি কি জানেন, রূপাঞ্জনার মতো একজন নামী অভিনেত্রীকেও কিন্তু কেরিয়ারের শুরুতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। কাস্টিং কাউচের মুখে পড়েছিলেন পর্দার লাবণ্য (Labanya)।

Anurager Chowa Labanya

টলিউডের নামী পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) থেকে ‘দুর্ব্যবহার’ পেয়েছিলেন রূপাঞ্জনা। সেই সময় এই বিষয়ে কিছু বলতে পারেননি অভিনেত্রী। কিন্তু পরে এই বিষয়ে সবটা খোলসা করে বলেন তিনি। আর সেই ঘটনা শুনলে গায়ে কাঁটা দিতেই পারে।

‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য বলেছিলেন, বেশ কয়েক বছর আগে ‘ভূমিকন্যা’ ছবির চিত্রনাট্য শোনানোর জন্য অরিন্দম তাঁকে নিজের কলকাতার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। এই প্রস্তাব পাওয়া মাত্রই রূপাঞ্জনা সরাসরি পরিচালকের অফিসে চলে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন অরিন্দম ছাড়া সেখানে আর কেউ নেই।

Rupanjana Mitra Arindam Sil

রূপাঞ্জনা বলেন, পুরো অফিসে তাঁকে একা পেয়ে অরিন্দম নাকি অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। তিনি কোন দিকে ঈশারা করছেন তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে আসেন অভিনেত্রী। ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর এই অভিযোগ শোনার পর সম্পূর্ণ টলিউডে শোরগোল পড়ে গিয়েছিল।

টলিপাড়ার বহু হিট ছবির পরিচালক অরিন্দমের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ এনে রূপাঞ্জনা কার্যত গোটা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন। ‘আবর্ত’, ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’, ‘হর হর ব্যোমকেশ’ পরিচালকের ‘কুকীর্তি’ ফাঁস করে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির ভেতরে থাকা সত্ত্বেও নাম নিয়ে অরিন্দমের ‘কুকীর্তি’ ফাঁসের যে সাহস রূপাঞ্জনা দেখিয়েছিলেন সেই কারণে তাঁকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥