• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষ্মী নয় কালী আর সরস্বতী! দীপার দুই যমজ সন্তান দেখে আনন্দে আত্মহারা নেটপাড়া

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। দেখতে গেলে টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। তবে এই অল্প কয়েকদিনেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছে নায়ক-নায়িকা সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প।

শুরু থেকেই এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হল ডাক্তারবাবু সূর্য (Surjo) আর দীপার (Deepa) সাদামাটা দাম্পত্য জীবন। দিনের পর দিন ভুল  বোঝাবুঝি আর অভিমানের পাহাড় জমতে জমতে যা এখন জটিল হয়ে উঠেছে। তবে সম্প্রতি  সূর্যের মনে জেগেছে বেশ কিছু প্রশ্ন। তাই সূর্য এবার ঠিক করে নিয়েছে সে নিজে গিয়ে এবার দীপার চোখে চোখ রেখে জানতে চাইবে তার চোখে কীসের এতো ঘৃণা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,যমজ সন্তান,Twins baby

কিন্তু কিছুটা ভাগ্যচক্রে আর কিছুটা মিশকা-র ষড়যন্ত্রে এখনও দেখা হয়নি তাদের। এরইমধ্যে ধারাবাহিকে দেখা গিয়েছে রাতের অন্ধকারে লেবার পেইন নিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিল  দীপা। তখন এক বয়স্ক দাদু দীপাকে হাসপাতালে পৌঁছে দেয়। এরপরেই সেখানেই দীপার তার শাশুড়ি মায়ের।  এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সিরিয়ালের আসন্ন পর্বের কিছু ছবি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,যমজ সন্তান,Twins baby

সেখানে দেখা গিয়েছে এত কষ্ঠ সহ্য করার পর দীপার কোল  জুড়ে এসেছে যমজ সন্তান(Twins baby)। তাদের মধ্যে একজন গায়ের রঙ পেয়েছে মা দীপার মতো এবং আর একজনের গায়ের রঙ সূর্যের মতো। যা দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন দীপার কোল আলো করে এল এবার এসেছে কালী আর সরস্বতী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে দীপা সূর্যের এই খুদে সন্তান।

Anurager Chonwa Surjo deepa's twins photo goes viral,

আসলে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলে সবাই সাধারণত বলে থাকেন ঘরে লক্ষ্মী এল। এবার সেই প্রচলিত ধ্যান ধারণা ভাঙতেই নতুন চিন্তাধারায় দিয়ে নেটিজেনদের একাংশের দাবি বাড়িতে সবসময় লক্ষ্মীকেই কেন আসতে হবে,একটু সরস্বতী,কালীও আসুক না। এদিন সোশ্যাল মিডিয়ায় দীপার যমজ সন্তানের ছবি শেয়ার করে নিয়ে একজন অনুরাগী লিখেছেন ‘ঘরে সরস্বতী আর কালী এসেছে (সবসময় লক্ষ্মীকেই কেন আসতে হবে,একটু সরস্বতী,কালীও আসুক না)। সূর্য দীপার সাদা আর কালোয় বোনা শীতলপাটি। দুটো যমজ রসোগোল্লা হয়েছে’।

site