রিয়ালিটি শোয়ের প্রতিযোগিদের সিরিয়ালে অভিনয় করার ঘটনাটি মোটেই নতুন কিছু নয়। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। কিন্তু এই শোয়ের এমন কিছু প্রতিযোগি রয়েছেন যাদের জীবনের মূলমন্ত্র নাচ হলেও অভিনয়ে সুযোগ পাওয়ার পর এখন চুটিয়ে অভিনয় করছেন তারা।
এই তালিকায় রয়েছে জি বাংলার প্রথম সারির দু’দুটি নতুন সিরিয়াল। যাদের মধ্যে একটি হল গানকে কেন্দ্র করে তৈরি পিলু। এই পিলু সিরিয়ালের নায়িকা পিলু চরিত্রে অভিনয় করছেন ডান্স বাংলা ডান্সের জনপ্রিয় প্রতিযোগি মেঘা দাঁ (Megha Daw) । তারপরেই ঈশ্বর ভক্তি আর বিজ্ঞানের যুক্তি নিয়ে শুরু হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল গৌরি এল।
এই ধারাবাহিকেও গ্রামের মিষ্টি মেয়ে গৌরির চরিত্রে অভিনয় করছেন ডান্স বাংলা ডান্স খ্যাত অপর এক জনপ্রিয় প্রতিযোগি মোহনা মাইতি (Mohana Maiti)।প্রসঙ্গত এই রিয়ালিটি শোয়ের মধ্যে আর অনেক জনপ্রিয় প্রতিযোগি ছিলেন। যাদের মধ্যে অন্যত অহনা দত্ত (Ahana Duuta) । নিজের মায়ের সাথে এই শোতে জুটি বেঁধেছিলেন তিনি। মেঘা, মোহনার পর এবার সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছেন অহনা।
“স্টার জলসার নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)। অল্প দিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয় এই সিরিয়াল। শুরু থেকেই এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’।ধারাবাহিকে দীপা (Dipa) আর সূর্যর (Surjo) মিষ্টি প্রেমের গল্প দেখে মুগ্ধ হয়ে যান দর্শক। তবে দীপার পাশে সূর্য সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে থাকলেও বিয়ের পর থেকেই শ্বাশুড়ী লাবণ্য আর সৎ বোন উর্মির ষড়যন্ত্রের শিকার হচ্ছে দীপা।
এবার সিরিয়ালের মোড় ঘোরাতে আসছে নতুন ট্র্যাক। দেখা যাচ্ছে শ্বাশুড়ী লাবণ্য আর সৎ বোন উর্মি ছাড়াও দীপা আর সূর্য কে আলাদা করতে আসছে আরও এক নতুন ভিলেন (New Villain)। সিরিয়ালের এই নতুন খলনায়িকা হয়েই এন্ট্রি নিতে চলেছেন জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স খ্যাত প্রতিযোগি অহনা। এখন দেখার এই নতুন ভিলেনের চরিত্রে তিনি কতখানি দর্শকদের মন জয় করতে পারেন।