দর্শকদের কাছে সিরিয়াল মানেই বিনোদনের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও কবে যেন দর্শকদের অত্যন্ত কাছের হয়ে ওঠেন। অল্প দিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পাওয়া এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই ধারাবাহিকের নায়িকা দীপা (Deepa) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।
মুখ্য চরিত্রে স্বস্তিকার এটাই প্রথম সিরিয়াল হলেও টেলিভিশন জগতে কিন্তু তিনি একেবারেই নতুন নন। ইতিপূর্বে বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেনপর্দার দীপা। কিন্তু বেশিরভাগ সিরিয়ালেই পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাকে। তার মধ্যে অন্যতম ছিল সান বাংলার ‘সরস্বতী প্রেম’ সিরিয়ালের নায়কের বোনের চরিত্র। এছাড়া স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘দত্ত এন্ড বৌমা’ সিরিয়ালেও।
একসময় টিকটকেও বেশ একটিভ থাকতেন অভিনেত্রী। প্রতিদিন শেয়ার করতেন নিত্যনতুন ভিডিও। তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে স্বস্তিকার অভিনয় তাকে এই অল্প কয়েকদিনেই এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই সিরিয়ালের হাত ধরেই সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও নজর করা ফ্যান ফলোয়িং রয়েছে তার। তবে অনেকেই হয়তো জানেন না সাবলীল অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর রয়েছে আরও এক সুপ্ত প্রতিভা।

এদিন তাঁর গলায় প্রথমেই শোনা যায় জনপ্রিয় বাংলা গান ‘দয়াল মুর্শিদ যার সখা’। আর তারপরেই দর্শকদের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ছোঁয়া দিতে স্বস্তিকা গেয়ে ওঠেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের টাইটেল ট্র্যাক। আর ফেসবুকে ভাইরাল পর্দার দীপার এই গানের (Music) অনুষ্ঠানের ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।