সিরিয়ালপ্রেমী দর্শকদের রোজকার বিনোদনের অঙ্গ হল বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদনমুলক সিরিয়াল। তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। তবে এখনকারদিনে নতুন সিরিয়ালের ভীড়ে স্টার জলসার দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।
ভিন্ন স্বাদের এই সিরিয়ালে সূর্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং তার বিপরীতে নায়িকা দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষের সাবলীল অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। সকলেই খুব ভালোবাসেন এই সিরিয়ালের মিষ্টি নায়ক-নায়িকা সূর্য (Surjo)-দীপা (Deepa)-কে।টিভির পর্দায় তাদের রোম্যান্স দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের।
কিন্তু ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘ ৮ বছর একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য-দীপা। যার মাস্টারমাইন্ড হল সূর্যের বেস্ট ফ্রেন্ড মিশকা (Mishka)। কিছুতেই তার আসল চেহারা সামনে আনা যাচ্ছে না। উল্টে এবার সূর্য কে ভুল বুঝতে শুরু করেছে দীপা। গ্রামের মেলায় সূর্যের সাথে তার গোটা পরিবার সহ মিশকাকে দেখে এবং সোনা সূর্যকে বাবা বলে ডাকায় দীপা নিজের মনে ভেবে নেয় সোনা মিশকা আর সূর্যের সন্তান।
তাই নিজেকে তাদের সাজানো সংসার থেকে দূরে সরিয়ে নেয় দীপা। এরইমধ্যে মেলায় দূর থেকেই শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্তকে (Labonyo Sengupta) দূর থেকেই দেখেছে দীপা। সেইসাথে সে ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে মিশকার। এত বছর পরেও দেখা হলেও মিশকাকে আগের মতোই ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে দীপা। ওপেন চ্যালেঞ্জ করেছে নিজের মেয়েকে মানুষ করার। সেইসাথে দীপা মনে করিয়ে চাইলেই যখন খুশি সে পাশা পাল্টে দিতে পারে।
![অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,-দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,জুনিয়র লাবণ্য সেনগুপ্ত,Junior Labonyo Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial](https://bongtrend.com/wp-content/uploads/2022/12/Anurager-ChonwaRupa-as-Labonyo-Sengupta.jpg)