সিরিয়াল আর বিনোদন কথাটা এখনকার দিনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অবসর সময়ে পছন্দের চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের। ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।
গত সপ্তাহেই বেঙ্গল টপার হয়ে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে দীপা -সূর্যের অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়ার দুর্দান্ত রেজাল্ট দেখে এমনিতেই খুশির হাওয়া এই সিরিয়ালের অনুরাগীদের মধ্যে। ধারাবাহিকে নায়ক সূর্য (Surjo) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর তার বিপরীতে নায়িকা দীপার (Deepa) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে।
আর দীপার গলা শোনামাত্রই প্রচন্ড রাগে ফুঁসতে থাকে সূর্য। তখন সূর্যের মা তাকে বাধা দিয়ে বলে কোনো সিন্ ক্রিয়েট না করতে। আর তিনি জানতে চান সে দীপার কাছে কেন যাচ্ছে রাগ করে নাকি কোনো কিছুর টানে। কিন্তু মায়ের কোনো কথার উত্তর না দিয়েই দীপার কাছে চলে আসে সূর্য। অন্যদিকে কিছুতেই কান্না থামছে না তার মেয়ে রুপার। এমন সময় পিছন ফিরে ডাক্তারবাবুকে দেখে চমকে যায় দীপা।