• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন কষাকষি মিটিয়ে শীঘ্রই হবে মিলন, নামকরণের অনুষ্ঠানে রক্তের টানে মুখোমুখি সূর্য-দীপা

সিরিয়াল আর বিনোদন কথাটা এখনকার দিনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অবসর সময়ে পছন্দের চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের। ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।

গত সপ্তাহেই বেঙ্গল টপার হয়ে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে দীপা -সূর্যের অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়ার দুর্দান্ত রেজাল্ট দেখে এমনিতেই  খুশির হাওয়া এই সিরিয়ালের অনুরাগীদের মধ্যে। ধারাবাহিকে নায়ক সূর্য (Surjo) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর তার বিপরীতে নায়িকা দীপার (Deepa) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে।

   

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,যমজ সন্তান,Twins Baby

দর্শকরা জানেন সদ্য সূর্য আর দীপার জীবনে এসেছে জোড়া সুখবর। দুই যমজ কন্যা সন্তানের (Twins Baby) মা হয়েছে দীপা। কিন্তু দীপা জানে না সেকথা। সে জানে তার একটাই মেয়ে। কারণ সন্তান জন্মের পর হাসপাতালে যখন দীপা গভীর ঘুমের মধ্যে ছিল তখন তার শাশুড়ি লাবণ্য যমজ মেয়েদের মধ্যে একজনকে নিয়ে চলে আসে বাড়িতে।
Anurager Chonwa new promo comes out
তিনি এমনটা করেছেন যাতে সূর্য দীপার দুই মেয়েই তাদের মা-বাবাকে একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে। এই কারণেই তিনি এক মেয়েকে সূর্যের হাতে তুলে দিয়ে নিজের নাম দিতে বলেন। অন্যদিকে আর এক মেয়েকে নিজেই মানুষ করছে দীপা।গতকাল  ধারাবাহিকে দেখা গিয়েছে দীপা সূর্যর মেয়ের নামকরণের পর্ব।
অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,যমজ সন্তান,Twins Baby
সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই পর্বের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে দীপার শাশুড়ি লাবণ্যর বুদ্ধিতেই একই মন্দিরে আলাদা আলাদা ভাবে নামকরণ হচ্ছে সূর্য দীপার মেয়ের। সেখানেই মেয়ের কান্না থামাতে গান গাইতে শুরু করে দীপা। তখন তার সেই শুনেসবাই বুঝতে পারে দীপা গান গাইছে।

আর দীপার গলা শোনামাত্রই প্রচন্ড রাগে ফুঁসতে থাকে সূর্য। তখন সূর্যের মা তাকে বাধা দিয়ে বলে কোনো সিন্ ক্রিয়েট না করতে। আর তিনি জানতে চান সে দীপার কাছে কেন যাচ্ছে রাগ করে নাকি কোনো কিছুর টানে। কিন্তু মায়ের কোনো কথার উত্তর না দিয়েই দীপার কাছে চলে আসে সূর্য। অন্যদিকে কিছুতেই কান্না থামছে না তার মেয়ে রুপার। এমন সময় পিছন ফিরে ডাক্তারবাবুকে দেখে চমকে যায় দীপা।

site