সিরিয়াল মানেই দর্শকদের অবসর যাপনের অন্যতম অঙ্গ। তাই রোজকার ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে বাংলা সিরিয়াল (Bengali Serial)। দর্শকমহলে অত্যন্তজনপ্রিয় এমনই একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। দেখতে গেলে টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়।
কিন্তু এরইমধ্যে মাত্র অল্প কয়েকদিনেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শককের কাছে বেশ পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে নায়ক-নায়িকা সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প।তারকাখচিত এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হল ডাক্তারবাবু সূর্য (Surjo) আর দীপার (Deepa) অত্যন্ত সহজ-সরল দাম্পত্য জীবন। যদিও তা এখন দিনে দিনে জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে।
ধারাবাহিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। বিগত বেশকিছুদিন ধরেই বান্ধবী মিশকার চক্রান্তে দীপাকে ভুল বুঝেই চলেছে সূর্য। ইদানিং দীপাকে সবার সামনে যা নয় তাই বলে অপমান করছে সূর্য। এমনকি সম্প্রতি সূর্য দীপাকে জানিয়েও দিয়েছে যে সে নিশ্চিত দীপার গর্ভে কবিরের সন্তান আছে ।
এই প্রমোতে দেখা যাচ্ছে প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকা দীপাকে চিকিৎসক জানাচ্ছেন মা এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হবে। তখন দীপার শাশুড়ি লাবণ্য জানিয়ে দেয় দুজনকেই বাঁচাতে হবে। তখন ডেপ কাঁদতে কাঁদতে বলে ওঠে ‘ডাক্তারবাবু এইসময় কেন আমায় একা করে দিলেন কেন ? অন্যদিকে তখনই দেখা যায় রাস্তা দিয়ে বিভ্রান্তের মতো হাঁটতে সূর্য দেওয়ার কোথায় চিন্তা করছে আর ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারে সূর্যকে।এখন দেখার দীপার সূর্যের আবার কবে দেখা হয়,আর গল্পে নতুন ঠিক কি মোড় আসে।