• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এক বৃন্তে দুটি কুসুম’! সূর্য-দীপার মিল করাবে এবার তাদেরই দুই মেয়ে, রইল নতুন প্রোমো 

Published on:

Anurager Chonwa new promo comes out

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। দেখতে গেলে টেলিভিশনের পর্দায়। এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। তবে এই অল্প কয়েকদিনেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছে নায়ক-নায়িকা সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প।শুরু থেকেই এই সিরিয়ালে সূর্য (Surjo) আর দীপার (Deepa) সাদামাটা দাম্পত্য জীবন নজর কেড়েছে দর্শকদের  ।

Anurager Chonwa Surjo deepa's twins photo goes viral,

তবে এখন আর আগের মতো নেই তাদের সম্পর্কটা। দিনের পর দিন ভুল বোঝাবুঝি আর অভিমানের পাহাড় জমতে জমতে এখন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে সূর্য-দীপার ‘সাদা কালোয় বোনা শীতলপাটি’র জীবন। তবে সম্প্রতি সূর্য আর দীপার জীবনে এসেছে জোড়া সুখবর। সদ্য দুই যমজ কন্যা সন্তানের (Twins Baby) জন্ম দিয়েছে দীপা। সন্তান প্রসবের সেই কঠিন সময়ে সূর্যকে পাশে না পেলেও দীপার হাত কিন্তু ছাড়েনি তার শ্বাশুড়ি লাবণ্য।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,যমজ সন্তান,Twins Baby,নতুন প্রোমো,New Promo

গতকালের পর্ব দেখেছেন তারা সকলেই জানেন সূর্য দীপার কোল  আলো করে আসা ২ যমজ সন্তানের মধ্যে একজন পেয়েছে দীপার গায়ের রং এবং আর একজন পেয়েছে সূর্যের গায়ের রং। তাই একসাথে জোড়া সুখবর আসলেও ইতিমধ্যেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। সন্তান জন্মের পর হাসপাতালে যখন দীপা গভীর ঘুমের মধ্যে ছিল তখনই তার শাশুড়ি দিপার যমজ মেয়েদের মধ্যে একজনকে নিয়ে চলে আসে বাড়িতে।

দীপার অজান্তেই তার এক সন্তান পৌঁছে যায় সূর্যের কাছে। কারণ লাবণ্য মনে করে তাদের দুই সন্তানই এবার মিল করাবে বাবা-মায়ের। এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো (New Promo)। যেখানে দেখা যাচ্ছে সূর্য দীপার শিশুর নামকরণের অনুষ্ঠান চলছে আলাদা আলাদাভাবে। একদিকে বাড়িতে নিয়ে আসা নাতনিকে সূর্যের কোলে দিয়ে লাবণ্য বলছে তার নাম দিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥