সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত্য পছন্দের একটি বিষয়। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্কও কিন্তু আজকের নয়। বহুদিন ধরেই সগৌরবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে একের পর এক বিনোদনমূলক সিরিয়ালগুলি। তবে এখনকারদিনে বদলে গিয়েছে দর্শকদের সিরিয়াল দেখার রুচি।
তাই এখনকার দিনে বেশীরভাগ সিরিয়ালের গল্পই উঠে আসে একেবারে জীবন থেকে। যার ফলে টিভির পর্দায় সেই কাহিনী আরও বেশী করে জীবন্ত হয়ে ওঠে। তাই দর্শকদের স্বাদ বদল করতে এখন বরাবরই চ্যানেল কর্তৃপক্ষের নজর থাকে একেবারে ভিন্ন ধরণের কনটেন্টের ওপর। স্টার জলসার এমনই একটি ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)।
এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’। ধারাবাহিকে কালো মেয়ে দীপা (Deepa)-র চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) -কে। এছাড়া সূর্যের মা লাবণ্যের চরিত্রে দিনে দিনে নজর কাড়ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিশকার চক্রান্তে দিনের পর দিন দীপাকে ভুল বুঝে আসছে সূর্য। দীপা গর্ভবতী হলেও সূর্য যেহেতু জানে সে আর কোনোদিন বাবা হতে পারবে না তাই সেই সুযোগ নিয়েই দীপার সাথে তার পাতানো দাদা কবিরের নাম জড়িয়ে সূর্যর মনে সন্দেহের বীজ তৈরী করেছে মিশকা। যা দিনে দিনে বিরাট আকার ধারণ করে চলেছে।
তাতেই সূর্য মিথ্যা সন্দেহ করছে দীপাকে, ভাবছে দীপার গর্ভে তার পাতানো দাদা কবিরের সন্তান রয়েছে। আসলে মিশকা তাকে যেভাবে ভুল বোঝাচ্ছে সূর্যও অন্ধের মত তার সব কথা সেই ভাবে বিশ্বাস করছে। যার জেরে একসময় যে দীপাকে সে চোখে হারাতো এখন সেই দিপাই হয়ে উঠেছে তার চক্ষুশূল। ইদানিং সূর্যের চোখে দীপা এতটাই খারাপ হয়ে উঠেছে যে তাকে সে নিজের চোখের সামনে সহ্য পর্যন্ত করতে পারছে না।
এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের একটা নতুন ধামাকাদাড় প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সূর্য বাড়ির সকলের সামনে চিৎকার করে জানিয়ে দেয় সে কোনদিন বাবা হতে পারবেনা তাই দীপার গর্ভে তার নয় রয়েছে অন্য কারও সন্তান।দেখা যাচ্ছে দীপার চোখে কালি পড়ে গিয়েছে। আর সবাইকে চমকে দিয়ে দীপার অভিযোগ ডাক্তার বাবুই তাকে মেরে ফেলার চেষ্টা করছিল।
তখন সূর্য পাল্টা বলছে দীপা নিজের দোষ ঢাকতে তাকে খুনী সাজাচ্ছে। এ কথা শুনে সূর্যের মা লাবণ্য তার গালে ঠাসিয়ে একটা চড় মারে। এরপর সবার সামনে দীপা জানিয়ে দেয় সে অগ্নিপরীক্ষা দেবে না তাই সে বাড়ি ছেড়ে চলে যাবে। আর এই সিদ্ধান্তে লাবণ্য তাকে সমর্থন করে জানায় সে এই পরিস্থিতিতে তার পাশে আছে. তাই যেদিন সে তার বিশ্বাসআর সম্মান আবার ফেরত পাবে সেই দিনই সে আবার বাড়ি ফিরে আসবে। এই প্রোমো দেখে কমেন্ট সেকশনে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।