• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লীপ নিচ্ছে অনুরাগের ছোঁয়া! আগামীদিনে সূর্য-দীপার জীবনে আসছে এই জনপ্রিয় খুদে শিল্পী

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। দর্শকমহলে বিপুল জনপ্রিয়তার জেরেই  টিআরপি তালিকাতেও কামাল দেখাচ্ছে এই সিরিয়াল। গত সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার পর সেই জনপ্রিয়তা ধরে রেখেই চলতি সপ্তাহেও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকে নায়ক সূর্য (Surjo)-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর তার বিপরীতে নায়িকা দীপার (Deepa) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে।

তবে বহুদিন হল টিভির পর্দায় তাদের সম্পর্কটা আর আগের মতো নেই। যার একমাত্র কারণ সূর্যের বান্ধবী মিশকা। বহুদিন ধরেই সূর্যের দিকে নজর তার। তাই দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে দিতেই একের পর  এক চক্রান্ত করে চলেছে সে। বহুদিন ধরেই এই একঘেয়ে ট্র্যাক চলছে। তাই দর্শকরা  বারবার দাবি জানিয়ে আসছে গল্পের মোড় ঘোরানোর জন্য।

   

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,চিত্রিতা হালদার,Chitrita Halder,সূর্য,Surjo,দীপা,Deepa

এই মেগা সিরিয়াল যারা নিয়মিত দেখেন তারা জানেন ধারাবাহিকে কিছুদিন আগেই সূর্য আর দীপার জীবনে এসেছে জোড়া সুখবর। দুই যমজ কন্যা সন্তানের (Twins Baby) মা হয়েছে দীপা। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস দুই মেয়ে আলাদা হয়ে যাওয়ায় তাদের একজন বাবা তো অপরজন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। এরইমধ্যে জানা যাচ্ছে জল্পনাকে সত্যি করে এবার সত্যিই লীপ (Leap)নিতে চলেছে অনুরাগের ছোঁয়া।

Anurager Chonwa new promo comes out

যার ফলে বেশ কয়েকবছর এগিয়ে যাবে দীপা-সূর্যের গল্প। আজই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে বেশ বড় হয়ে গিয়েছে সূর্য দীপার মেয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে  একদিকে সেনগুপ্ত বাড়িতে ধুমধাম করে জন্মদিন পালন হচ্ছে সূর্যের মেয়ে সোনার। অন্যদিকে খুব সাদামাটা ভাবে সামান্য পায়েস আর কেক দিয়ে মেয়ে রুপার জন্মদিন পালন করছে দীপা। জানা যাচ্ছে আগামী সোমবার ১২ ডিসেম্বর দেখা যাবে এই পর্ব।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,চিত্রিতা হালদার,Chitrita Halder,সূর্য,Surjo,দীপা,Deepa

সেই এসে গিয়েছে একটা নতুন আপডেট। জানা যাচ্ছে অনুরাগের ছোঁয়াতে দীপার মেয়ের চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন একজন খুদে শিল্পী। তিনি হলেন স্টার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ (Dance Dance Junior)-এর  প্রতিযোগী চিত্রিতা হালদার (Chitrita Halder)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।