বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম, তা হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। নায়ক নায়িকা সূর্য -দীপা (Surjo Deepa)-র এই মিষ্টি প্রেমের গল্প ইতিমধ্যেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে দর্শকমহলে। ধারাবাহিকে নায়ক সূর্য চরিত্রে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং নায়িকা দীপা চরিত্রে স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) সাবলীল অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
দর্শকদের ভালোবাসায় চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল। এইভাবে লাগাতার বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে রেখে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের দর্শকদের কাছে মূল ইউএসপি ছিল তাদের প্রিয় জুটি ‘সুদীপা’-র সুখী দাম্পত্য জীবন। যদিও এখন দিনে দিনে তাদের-কেও ছাপিয়ে যাচ্ছে এই সিরিয়ালের দুই খুদে সদস্য অর্থাৎ সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা (Sona)- রুপা (Rupa)।
তবে এখন দর্শকদের এই সিরিয়ালের নির্মাতাদের কাছে শুধু একটাই প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব মিল করিয়ে দেওয়া হোক তাদের প্রিয় ডাক্তারবাবু সূর্য এবং দীপা। যে করেই হোক এত বছরের জমানো অভিমান ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার কাছাকাছি আসুক সূর্য দীপা।
এরই মধ্যে প্রকাশ্যে আসা সিরিয়ালের প্রিক্যাপ ভিডিওতে দেখা গিয়েছে রাতের অন্ধকারে দীপা যখন তার মেয়ে রুপাকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তখন মিশকা (Mishka) মুখ ঢেকে দীপাকে একেবারে প্রাণে মেরে মেরে ফেলার জন্য ইনজেকশন দিতে গিয়েছে। অন্যদিকে লাবণ্য (Labonyo) সূর্যর বাবাকে বলছে তারা দীপাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। আড়াল থেকে একথা শুনে উর্মি গিয়ে সূর্যকে বলে দেয়। তখন সূর্য উর্মিকে বলে তাকে দীপার বাড়িতে নিয়ে যেতে।
View this post on Instagram
এখন দেখার একদিকে যখন মিশকা দীপাকে প্রাণে মেরে ফেলতে চরম পদক্ষেপ নিতে প্রস্তুত তখনই লাবণ্য এবং সূর্য গিয়ে আদৌ তাকে হাতে নাতে ধরে ফেলতে পারে কিনা!