বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। সারাদিনের ক্লান্তি শেষে অবসরসময়ে সুযোগ পেলে কমবেশি পছন্দের টিভি সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। মনের মতো সিরিয়াল দেখতে পেলে নিমেষের মধ্যেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্টার জলসার এমনই একটি ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)।
সিরিয়ালে নায়িকা দীপা (Deepa)-র চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের (Surjo) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। এছাড়া খলনায়িকা মিশকার (Mishka) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।
এই মুহূর্তে ধারাবাহিকে এসেছে একটি বড়সড় চমক। দীপা আর সূর্যের মধ্যে এতদিন যে চাপা অশান্তি চলছিল তা এতদিনে পরিবারের সদস্যদের সামনে এসে গিয়েছে। সূর্যের দাবি দীপার গর্ভে থাকা সন্তান তার নয়। কারণ তার ডাক্তার বান্ধবী মিশকা তাকে ভুল রিপোর্ট দেখিয়ে বিশ্বাস করিয়েছে সে আর কোনদিন বাবা হতে পারবে না। সেই সাথে দীপার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে সূর্যের মনে সন্দেহের বীজ তৈরি করেছে মিশকা।