• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চড় খেয়েই চচ্চড়ি মিশকা! বেহায়া ডাক্তার দিদিকে চড় মারতে দেখে দীপার প্রশংসায় পঞ্চমুখ দর্শ

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা  সিরিয়াল। সারাদিনের ক্লান্তি শেষে অবসরসময়ে সুযোগ পেলে কমবেশি পছন্দের টিভি সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। মনের মতো সিরিয়াল দেখতে পেলে নিমেষের মধ্যেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্টার জলসার এমনই একটি ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)।

সিরিয়ালে নায়িকা দীপা (Deepa)-র চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের (Surjo) চরিত্রে দেখা যাচ্ছে  জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। এছাড়া খলনায়িকা মিশকার (Mishka) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।

   

Anurager Chonwa Deepa slaps mishka

এই মুহূর্তে ধারাবাহিকে এসেছে একটি বড়সড় চমক।  দীপা আর সূর্যের মধ্যে এতদিন যে  চাপা অশান্তি চলছিল তা এতদিনে পরিবারের সদস্যদের সামনে এসে গিয়েছে। সূর্যের দাবি দীপার গর্ভে থাকা সন্তান তার নয়। কারণ তার ডাক্তার বান্ধবী মিশকা তাকে ভুল রিপোর্ট দেখিয়ে বিশ্বাস করিয়েছে সে আর কোনদিন বাবা হতে পারবে না। সেই সাথে দীপার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে সূর্যের মনে সন্দেহের বীজ তৈরি করেছে মিশকা।

Anurager Chonwa Deepa slaps mishka

কুমার বাবু দীপাকে কিডন্যাপ করার পর ইতিমধ্যেই তার হাত থেকে পালিয়ে বেঁচে এসেছে দীপা। আর তারপরেই দীপাকে আবার কবিরের  সাথে দেখে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দেয় সূর্য। সকলের সামনে চিৎকার করে যা খুশি তাই বলে অপমান করে দীপা আর কবিরকে। এমনকি কবিরের গায়ে হাত তুলতেও দুবার ভাবেনি সে।

এরই মধ্যে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে মিশকা ইচ্ছাকৃতভাবে দীপাকে আরো উস্কে দেওয়ার জন্য তার নামে নোংরা ইঙ্গিত করতে শুরু। শুধু তাই নয় সূর্যের নামেও একের পর এক মিথ্যে কথা বলে চলেছিল সে।
Anurager Chonwa Deepa slaps mishka
তাই একসময় দীপার সহ্যের বাঁধ ভেঙে যাওয়ায় ঠাঁটিয়ে পর পর দুটো চড় (Slap) কষিয়ে দেয় মিশকার গালে।  ধারাবাহিকের এই দৃশ্য দেখে দারুন মজা পেয়েছেন দর্শকরা। সকলেই বলেছেন দীপার এটা অনেকদিন আগেই করা উচিত ছিল। মিশকার মত বেহায়া মেয়ে যে বন্ধুর সংসার ভাঙে তার এই শাস্তি অনেক আগেই পাওয়া উচিত ছিল।
site