• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮ বছর পেরিয়ে মুখোমুখি হতেই মিশকাকে চ্যালেঞ্জ দীপার, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র নতুন ট্র্যাকের ভিডিও

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। রোজকার ইঁদুর দৌড়ের জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমুলক সিরিয়ালগুলি। তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। এমনিতেই টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের হিড়িক। আর সেইসব নতুন সিরিয়ালের ভীড়েই এই মুহূর্তে স্টার জলসার দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।

ভিন্ন স্বাদের এই সিরিয়ালে নায়ক সূর্যের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর তার বিপরীতে নায়িকা দীপার চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য (Surjo)-দীপা (Deepa)-কে খুব ভালোবাসেন দর্শক।টিভির পর্দায় এই মিষ্টি জুটির রোম্যান্স দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের।

   

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,ভাইরাল ভিডিও,Viral Video

কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য-দীপা। যার মাস্টারমাইন্ড হল সূর্যের বেস্ট ফ্রেন্ড মিশকা (Mishka)। কিছুতেই তার আসল চেহারা সামনে আনা যাচ্ছে না। উল্টে এবার সূর্য কে ভুল বুঝতে শুরু করেছে দীপা। আট বছর পর দীপার গ্রামে চিকিৎসার কাজে এসেছে সূর্য। সেখানেই এক মন্দিরে পুজো দিতে গিয়ে দূর থেকে ডাক্তারবাবুকে দেখলেও সোনা সূর্যকে বাবা বলে ডাকে দীপা নিজের মনে ভেবে নেয় সোনা মিশকা আর সূর্যের সন্তান। তাই দীপা সূর্যের থেকে নিজেকে আড়াল করে রাখে।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,ভাইরাল ভিডিও,Viral Video

এমনকি শাশুড়ি লাবন্যর সাথে দেখা করার সুযোগ পেয়েও ইচ্ছা করে লুকিয়ে যায় দীপা। কিন্তু এরইমধ্যে আচমকা মেলাতেই মিশকার সাথে দেখা হয়ে যায় দীপার। গতকালই সিরিয়ালে দেখা দেখা গিয়েছে এত দিন পর দীপাকে নিজের চোখের সামনে দেখে একেবারে চমকে উঠেছে মিশকা। কারণ সন্তান জন্মের সময় মিশকাই ইনজেকশন দিয়ে দীপার শরীরে ভয়ানক বিষ ঢুকিয়ে দিয়েছে।

কিন্তু তবলা এসে যাওয়ায় সেই বিষ পুরো দিতে না পারলেও তার কিছুটা দীপার শরীরে প্রবেশ করায় এখন প্রায়দিনই ভীষণ অসুস্থ থাকে দীপা।গতকালের এই পর্বের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়ে সোশ্যাল মিডিয়ায়। এদিন দীপা মিশকাকে মুখের ওপরেই ‘নরকের কীট’ বলার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেয় সে খুব ভালো করেই জানে সেদিন মিশকাই তাকে ইনজেকশন দিয়েছিল প্রাণে মারার জন্য। প্রসঙ্গত এদিন দীপার মধ্যে সেই পুরোনো তেজ দেখে একেবারে অবাক হয়ে যায় মিশকাও।

site