• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুমদাম সবাই মা কালী হয়ে যাচ্ছে! সূর্যকে বাঁচাতে দীপার রুদ্র রূপ দেখে শুরু চরম খিল্লি

সিরিয়াল (Serial) মানেই দর্শকদের অত্যন্ত্য পছন্দের একটি বিষয়। অবসরসময়ে সুযোগ পেলে কমবেশি পছন্দের টিভি সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। মনের মতো সিরিয়াল দেখতে পেলেই নিমেষের মধ্যেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। ইদানিং সিরিয়ালের পোকা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্টার জলসার এমনই একটি ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)।

‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’ এটাই এই সিরিয়ালের মূলমন্ত্র। ধারাবাহিকে নায়িকা দীপা (Deepa)-র চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের (Surjo) চরিত্রে দেখা যাচ্ছে  জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। এছাড়া সূর্যের মা লাবণ্যের (Labonyo) চরিত্রে বিশেষভাবে নজর কাড়ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

   

সিরিয়াল,Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,লাবণ্য,Labonyo,দীপা,Deepa,নতুন প্রোমো  New Promo,কালী পুজো,Kali Pujo

এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে ধারাবাহিকে এসেছে একটি বড় সড় চমক।  দীপা আর সূর্যের মধ্যে এতদিন যে  চাপা অশান্তি চলছিল তা এতদিনে পরিবারের সদস্যদের সামনে এসে গিয়েছে। সূর্যের দাবি দীপার গর্ভে থাকা সন্তান তার নয়। কারণ তার ডাক্তার বান্ধবী মিশকা তাকে ভুল রিপোর্ট দেখিয়ে বিশ্বাস করিয়েছে সে আর কোনদিন বাবা হতে পারবে না। সেই সাথে দীপার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে সূর্যের মনে সন্দেহের বীজ তৈরি করেছে মিশকা।

সিরিয়াল,Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,লাবণ্য,Labonyo,দীপা,Deepa,নতুন প্রোমো  New Promo,কালী পুজো,Kali Pujo

তাই সূর্যের সন্দেহ দীপার গর্ভে থাকা সন্তান আসলে লেখক  কবিরের। কিন্তু আসল ঘটনা তা নয় আসলে দীপার সাথে কবিরের ভাই বোনের সম্পর্ক। দীপাকে বোন বলে ডেকেছেন তিনি। তাই নির্দোষ দীপাকে  অকারণে দোষারোপ করায় সূর্যের মা রেগে গিয়েছে সূর্যের উপর।  ইতিমধ্যে সূর্যকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে দীপা। এরই মধ্যে ধারাবাহিকে এসেছে একটা বড়সড়ো টুইস্ট। হঠাৎ করেই সিরিয়ালে আবার এন্ট্রি নিয়েছে দীপার চরম শত্রু তথা খলনায়ক কুমার সাহেব। তিনি দীপাকে কিডন্যাপ করেছেন অথচ পুলিশ জানে দীপার মৃত্যু হয়েছে।

আর তার সেই মৃত্যুর দায়ে সূর্যকে পুলিশ গ্রেফতার করেছে।  এরইমধ্যে প্রকাশ্যে এসেছে একটি ধামাকা প্রমো সেখানে দেখা যাচ্ছে কিডন্যাপ করে রাখা দীপাকে  কুমার বলছে পুলিশ জানে দীপা খুন হয়ে গিয়েছে এই কারণেই সূর্যকে ধরে নিয়ে গিয়েছে তারা।তখন দীপা  চিৎকার করে বলতে থাকে যে তার সমস্যা যেহেতু দ্বীপাকে নিয়ে তাই সে যেন যা করার তার সাথেই করে। কিন্তু কোন কথা না শুনেই তারা দীপাকে বন্দী করে রেখে সেখান দিয়ে চলে যায়। এরপরেই দেখা যায় দীপার জন্য মা কালীর কাছে আরতি করে প্রার্থনা করছেন তার শাশুড়ি লাবণ্য।

সিরিয়াল,Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,লাবণ্য,Labonyo,দীপা,Deepa,নতুন প্রোমো  New Promo,কালী পুজো,Kali Pujo

তিনি বলছেন দিপাকে শক্তি দিতে এই বিপদের সাথে যাতে সে মোকাবিলা করতে পারে। এরপরেই দেখা যায় দীপা হাতের কাছে একটা ছুরি পেয়ে গিয়ে হাতে বাঁধা দড়ি কেটে ফেলে। সে ঠিক করে নেয় যেভাবেই হোক সেখান থেকে সে বেরোবেই। তারপরেই দেখা যায় দীপার হাতে রয়েছে  একটা খাঁড়া আর দীপার দিকে তাকিয়ে চমকে ওঠে. কুমার কারণ দীপার মধ্যেই খাঁড়া হাতে মা কালীর দর্শন পাচ্ছে  সে। এই ভিডিওর কমেন্ট সেকশনে উপচে পড়েছে নানান মজার মন্তব্য। কেউ লিখেছেন পুজো আসলেই সব অভিনেত্রীরা কেন কালী আর দুর্গা হয়ে যায়! আবার কেউ লিখেছেন দুমদাম সবাই মা কালী হয়ে যাচ্ছে!

site