• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের মতোই দুর্দান্ত গানের গলা! ‘অনুরাগের ছোঁয়া’র দীপার গান শুনে মুগ্ধ নেটপাড়া

বাংলার দর্শকদের কাছে সিরিয়াল মানেই অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদনের মাধ্যম। দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও কবে যেন দর্শকদের অত্যন্ত কাছের হয়ে ওঠেন। অল্প দিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পাওয়া এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই ধারাবাহিকের নায়িকা দীপা (Deepa) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

এই সিরিয়ালে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করলেও টেলিভিশন জগতে তিনি একেবারেই নতুন নন। ইতিপূর্বে বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু বেশিরভাগ সিরিয়ালেই পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাকে।  তার মধ্যে অন্যতম সান বাংলার ‘সরস্বতী প্রেম’ সিরিয়ালের নায়কের বোনের চরিত্র। এছাড়া স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘দত্ত এন্ড বৌমা’ সিরিয়ালেও।

   

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,ভাইরাল ভিডিও,Viral Video

এইসব সিরিয়ালের হাত ধরেই সোশ্যাল মিডিয়াতেও নজর করা ফ্যান ফলোয়িং রয়েছে তার। একসময় টকটকে বেশ একটিভ থাকতেন অভিনেত্রী। প্রতিদিন শেয়ার করতেন নিত্যনতুন ভিডিও। সম্প্রতি স্টার জলসার  সিরিয়ালে স্বস্তিকা অভিনয় করছে শ্যামলা বর্ণের দীপার চরিত্রে। আসলে এই সিরিয়ালের মূল মন্ত্র রূপ নয় গুণই মানুষের আসল পরিচয়।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,ভাইরাল ভিডিও,Viral Video

অল্পদিনেই তার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। আর এবার আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারই একটি গান গাওয়ার ভিডিও (Viral Video)। অভিনয়ের মতোই তার গান শুনেও মুগ্ধ হয়েছেন দর্শক। ভিডিওতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাইতে হাজির হয়েছেন অভিনেত্রী। সেখানে তার গানের গলা শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,ভাইরাল ভিডিও,Viral Video

আসলে পেশাগত ভাবে স্বস্তিকা অভিনেত্রী হলেও তার বাড়িতে ছোট থেকেই ছিল গানের পরিবেশ। স্বস্তিকার মা এবং বাবা দুজনেই গানের জগতের মানুষ।  তাই স্বাভাবিক ভাবেই তার মধ্যেও রিয়েছে বিশেষ গুণ। সোশ্যাল মিডিয়ার তার গানের গলা শুনে একজন লিখেছেন ‘মুখটা যেমন মিষ্টি গানের গলাও খুব সুন্দর’। আবার একজন লিখেছেন ‘অনেকদিন পর সিরিয়াল অভিনেত্রীর এমন ভয়েস শুনলাম, দারুন’।