সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়।রোজ সিরিয়াল দেখা এখন দর্শকদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। দিনে দিনে দর্শকমহলেও বেড়ে চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদা পূরণে কোনো রকম খামতি রাখছে না বিনোদনমূলক চ্যানেল গুলিও। দর্শকদের মনোরঞ্জন করতে এখন একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি।
ইদানিং বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা।তাই দর্শকদের চাহিদা মেটাতেই আসছে একের পর এক নতুন সিরিয়েল।বিষয়বস্তুর নতুনত্ব অল্প দিনেই মন জয় করে চলেছে দর্শকদের। এখনকার দিনে বেশীরভাগ সিরিয়ালের গল্প উঠে আসে একেবারে বাস্তব জীবন থেকে। যার ফলে টিভির পর্দায় সেই কাহিনী আরও বেশী করে জীবন্ত হয়ে ওঠে।দর্শকদের স্বাদ বদলের কথা মাথায় রেখে চ্যানেল কর্তৃপক্ষের বরাবরই নজর থাকে একেবারে ভিন্ন স্বাদের নারীকেন্দ্রিক চরিত্র গুলোর প্রতি।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই এক ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)। এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’।একথাই মনেপ্রাণে বিশ্বাস করে থাকেন সিএই সিরিয়ালের নায়ক সূর্য।তাই প্রথম দেখাতেই দীপাকে ভালোবেসে ফেলেছে সূর্য।সিরিয়ালে দীপা তার বিবাহিত স্ত্রী হলেও তার পিছনে কার্যত মেযাদের লাইন লেগে রয়েছে।সিরিয়ালের শুরু থেকেই দেখা যাচ্ছে,দীপার সৎ বোন উর্মি ভালোববাসে ফেলে সূর্যকে।
এরইমধ্যে কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র মিশকা। সেও পাগলের মতো ভালোবাসে সূর্যকে।সবার সামনে সূর্যকে শুধুমাত্র নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলেও আসলে পাগলের মতো তাকে ভালোবাসে মিশকা জানা যাচ্ছে আসলে সে একজন মানসিক রোগী।এরইমধ্যে সামনে এসেছে আরো এক নতুন সত্যি। জানা যাচ্ছে দীপার আগেও রিয়া নামের এক প্রেমিকা ছিল সূর্যের।কলেজে এক সাথে পড়তো তারা।কিন্তু তাকেও গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলেছে মিশকা। এখন সিরিয়ালে ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে এইসব ঘটনা।
তাই সবমিলিয়ে দেখা যাচ্ছে সিরিয়ালের শান্ত শিষ্ঠ স্বভাবের ডাক্তার সূর্য সেনের নয় নয় করে মোট চারজন প্রেমিকা।যদিও সিরিয়ালের শুরু থেকে দেখা যাচ্ছে সূর্য শুধু দীপা কেই ভালোবাসে।তবে ইদানিং জানা যাচ্ছে সূর্য রিয়াকেও ভালোবাসতো।এই গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দারুন মীম বানানো হয়েছে। যেখান দেখা যাচ্ছে জনপ্রিয় হিন্দি সিনেমা কিস কিসকো পেয়ার করু সিনেমার পোস্টারে বসানো হয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কলাকুশলীদের ছবি। সেই ছবি দেখে হাসির রোলউঠেছে নেটপাড়ায়।