• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েটাই তো হয়নি, দীপার সামনে খুলে গেল মিশকার মুখোশ, উর্মির প্রশসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Anurager Chhowa Urmi exposes Mishka, audience are impressed with Urmi

এই মুহূর্তে বাংলার নম্বর ওয়ান সিরিয়াল (Serial) হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য দীপার (Surjya-Deepa) কাহিনী দর্শকদের শুরু থেকেই ভীষণ পছন্দের। আর ততটাই অপছন্দের মিশকার বদমায়েশি। কিন্তু এবার আস্তে আস্তে মিশকার (Mishka) সমস্ত মিথ্যার ওপর থেকে পর্দা উঠছে। সবার সামনে তাঁর মুখোশ খুলছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন মিশকার একটি মিথ্যে থেকে পর্দা উঠিয়েছে ঊর্মি (Urmi)।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের জন্যই গত ৮ বছর ধরে সূর্য এবং দীপা আলাদা থাকে। এমনকি তাঁর জন্যই মা-বাবা দু’জনের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে সোনা-রূপা। একদিকে রূপা থাকছে তাঁর মা দীপার কাছে এবং সোনাকে মানুষ করছে সূর্য। তবে এবার মিশকার খেল শেষ হতে চলেছে। মহাপর্বগুলিতে একের পর এক ধামাকা আসছে সিরিয়ালে।

Anurager Chhowa, Surjya and Mishka

২৭ মার্চ অর্থাৎ গতকালের মহাপর্বে যেমন দেখানো হয়েছে, সকলের সামনে ঊর্মি মিশকাকে বলে দেয়, তুমি তো দাদাইয়ের বৌ নও। তোমার সঙ্গে তো দাদাইয়ের বিয়েই হয়নি। একথা আড়াল থেকে শুনে নেয় দীপা। ফলে এতদিন তাঁর মনে যে ভুল ধারণা ছিল যে সূর্য-মিশকা স্বামী-স্ত্রী সেই ধারণা ভেঙে যায়।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে ঊর্মির সাধভক্ষণ অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়েছে। সেখানে বাড়ির সকলের পাশাপাশি উপস্থিত ছিল দীপাও। সেদিন আবার মিশকার ওপর বেজায় চটে ছিল ঊর্মি। কারণ যে বুঝে গিয়েছে, শাশুড়ি লাবণ্যর মন জয় করে মিশকা বাড়ির বউ হওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই নিজের রাগ সামলাতে না পেরে সবার সামনে মিশকাকে কথা শুনিয়ে দেয় সে।

Anurager Chhowa, Urmi and Mishka

ঊর্মি এই কাজটি যে নিজের স্বার্থের জন্যই করেছে তা সকলেই জানেন। কিন্তু নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সে অজান্তেই দীপারও অনেক বড় সাহায্য করে দিয়েছে। আর তা দেখেই খুশি হয়ে গিয়েছেন দর্শকরা। এতদিন যে ঊর্মিকে কূটকচালি করার জন্য দর্শকরা গালমন্দ করতেন আজ তাঁরই তারিফ করছেন তাঁরা।

একজন নেটাগরিক যেমন সোশ্যাল মিডিয়ায় ঊর্মির তারিফ করে লিখেছেন, ‘ঊর্মি রকড মিশকা শকড। আজকে তো ঊর্মি পুরো ফাটিয়ে দিয়েছে’। আর একজন আবার লিখেছেন, ‘এই প্রথমবার ঊর্মিকে খুব ভালোলাগলো’। এবার দেখা যাক, আজ অর্থাৎ ২৮ মার্চের মহাপর্বে দর্শকদের জন্য কোনও ধামাকা অপেক্ষা করছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥