• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ জমজমাট, কুচুটে মিশকাকে ট্রেনের বাথরুমে আটকে দেবে সোনা-রুপা, ফাঁস আগামী পর্ব

Updated on:

Anurager Chhowa Upadate Sona Rupa trapes Mishka in Trains Bathroom

একাধিক সিরিয়ালের ভিড়ে দর্শকদের কাছে এখন মোস্ট ফেবারেট ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি। টিআরপি (TRP) তালিকাতেও প্রতিবারই বেঙ্গল টপার হতে দেখা যাচ্ছে সিরিয়ালটিকে। তবে ধীরে ধীরে হলেও কমছে জনপ্রিয়তা। কারণ হিসাবে একঘেয়ে ট্র্যাককেই দুষছেন নেটিজেনদের অনেকে।

সূর্য-দীপার কাহিনী দিয়ে শুরু হলেও বর্তমানে সোনা-রুপা বেশ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন, প্রেমদিবসে বড়সড় ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে হলেও কিছুটা কাছাকাছি এসেছিল সূর্য-দীপা। এবার সেটা আরও এক ধাপ এগোতে চলেছে। সম্প্রতি একই সাথে সেনগুপ্ত পরিবার ও দীপা পৌঁছে গিয়েছে দার্জিলিংয়ে।

Anurager Chhowa new promo Surjo Deepa 

একদিকে সূর্য সোনাকে নিয়ে সপরিবারে কিছুটা ভালো সময় কাটানোর জন্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে রুপা ঘুরতে যাবে বলে বায়না ধরতে লাকি ড্র অনুষ্ঠানে গিয়েছিল দীপা। সেখান থেকে দার্জিলিংয়ের ট্রিপ জিতে গিয়েছে সে। অর্থাৎ অজান্তেই আবারও নিয়তি একই সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে সূর্য-দীপাকে।

ট্রেন ছাড়ার সময় সোনা-রুপা দুজনের দেখা হয়ে যায়। ফুল মা অর্থাৎ দীপাও যে দার্জিলিং যাচ্ছে শুনে দুজনেই বেশ খুশি হয়ে যায়। এরপর দর্শকদের জন্য বহুপ্রতীক্ষিত এক রোমান্টিক দৃশ্য দেখা যায়। একেবারে DDLG স্টাইলে ছুটে গিয়ে ট্রেন ধরে দীপা। আর তাকে হাত ধরে তুলে নেয় সূর্য।

Anurager Chhowa Sona Rupa traps Mishka in train bathroom

কিন্তু ওই যে কথায় আছে, সবই যদি শান্তি মত হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কেন একথা? কারণ দার্জিলিং ট্যুরেও অশান্তি পাকানোর জন্য রয়েছে মিশকা। সে প্ল্যান করে কষেছে, দীপাকে দার্জিলিয়েই চিরতরের জন্য শেষ করে দেব। তবে এমন সময়েই এন্ট্রি নিয়েছে সিরিয়ালের দুই খুদে হিরোইন সোনা-রুপা।

এরপর দেখা যাচ্ছে, দীপাকে সোনার থেকে দূরে রাখার জন্য মিশকা পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে। কিন্তু ট্রেনে বাথরুমে ঢুকতেই মিশকাকেই বাইরে থেকে আটকে দেয় সোনা আর রুপা। পচা আন্টিকে জব্বর শাস্তি দিতে চাইছে দুজনে। সুতরাং বোঝাই যাচ্ছে জমজমাট হতে চলেছে সিরিয়ালের আগামী পর্ব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥