• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে তাড়িয়ে দুস্থ রোগীদের সেবায় সূর্য-দীপা! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa Deepa Arranges medical Camp for Surja

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের প্রিয় সিরিয়াল এখন একটাই তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। যদিও বিগত দু’সপ্তাহ ধরে হাতছাড়া হয়েছে এই সিরিয়ালের সেরার মুকুট। যার কারণ অবশ্যই এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) একঘেয়ে ট্র্যাক।

সেই কবে থেকে তাঁদের মিল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সমস্ত কাজ সেরে সবাই বসে পড়েন টিভির সামনে। সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে হাইভোল্টেজ ড্রামা।

Anurager Chhowa again Deepa makes fool Mishka new twist

গত পর্বেই দর্শক দেখেছেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সূর্য। এক মুহূর্তের জন্য হলেও দীপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘোর কাটতেই আবার দীপার সাথে একইরকম ব্যবহার শুরু করে সূর্য।

Anurager Chhowa Surjo Deepa Romance Mishka Upcoming Episode

তবে জানা যাচ্ছে আসন্ন পর্বে সূর্য দীপার প্রতি আরও  একবার দুর্বলতা অনুভব করবে। আসলে এই পর্বে দর্শকরা দেখতে পাবেন সূর্যর  জন্য দীপা বাড়িতেই মেডিকেল ক্যাম্পের মতো দাতব্য চিকিৎসালয়ের আয়োজন করেছে। যা দেখে সাতসকালে হাজির মিশকা সূর্যকে সমানে উস্কাতে থাকে। সে সূর্যকে বলতে শুরু কে ‘এখানে চিকিৎসার প্রয়োজনীয় পরিষেবা নেই’।

Mishkas new plan Sona anurager Chhowa upcoming episode 

কিন্তু সূর্য মিশকাকে থামিয়ে দিয়ে দীপার সাথেই সহমত পোষণ করে মিশকাকে হাসপাতালে পাঠিয়ে নিজে  বাড়িতেই থেকে যায় বিনা পয়সায় রোগী দেখার জন্য। এরপর ডাক্তারবাবুকে সাহায্য সারাদিন ধরে ক্যাম্পেই রোগীদের সেবায় নিয়োজিত থাকে দীপাও।

অনেকদিন পর দীপার এই রূপ দেখে দীপার প্রশংসা সূর্য। তবে সেটা মনে মনেই। দীপার প্রশংসায় সূর্য মনে মনে বলে ‘এখনও তোমার মধ্যে ভালো গুণ রয়েছে দীপা।’ এরপর দেখা যাবে ক্যাম্প শেষে রোগীরা চলে গেলেও বিশ্রাম নিচে না দীপা। সমানে কাজ করে চলেছে সে।  যা দেখে মনেই গজ গজ করতে থাকে সূর্য। তাহলে বোঝাই যাচ্ছে এই ভাবেই সূর্যের মনে আগের জায়গাটা একটু একটু করে আবারও ফিরে পাচ্ছে দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥