• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুল মা নয় দীপাই সোনার আসল মা! সামনে আসবে সব সত্যি, ফাঁস হল আগামী পর্ব

Published on:

Anurager Chowa Serial Update Sona will come to know about real mother

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম। তা হল স্টার জলসার ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দর্শকরা তো এখন এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) বলতে অজ্ঞান। তাই টিভির পর্দায় এই প্রিয় জুটিকে না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

সপ্তাহজুড়ে দর্শকরা যেমন দুহাত ভরে ভালোবাসা দিয়ে চলেছেন এই ধারাবাহিককে। তেমনি এই সিরিয়ালের নির্মাতারাও দর্শকদের মনোরঞ্জন করতে কোথাও কোনো কমতি রাখছেন না। প্রায় প্রতি সপ্তাহেই চমক থাকছে সিরিয়ালে। সদ্য সিরিয়ালে দেখা গিয়েছে সেনগুপ্ত বাড়িতে সূর্যের জন্মদিনের দিনেই সূর্য জেনে গিয়েছে দীপাই সোনার (Sona) ফুল মা (Ful Ma)।

Anurager Chowa Sona Rupa will became doctor and auto driver serial track revealed by netizens

এই সত্যি জানার পর দীপার ওপর সূর্যের রাগ গিয়েছে দ্বিগুণ বেড়ে। আবার সবার সামনে যাচ্ছে তাই ভাবে দীপাকে অপমান করেছে সূর্য। সেইসাথে সোনাকেও আর কোনোদিন দীপার কাছে যেতে দেবে না বলে কড়া নির্দেশ দিয়েছে সে। এমনকি দরকার পড়লে সে সোনাকে অন্য স্কুলে ভর্তি করে দেবে বলে জানিয়েছে।

Anurager Chhowa Deepa feeding Sona

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সূর্যের এই জেদের চোটে দীপার থেকে দূরে থেকে অসুস্থ হয়ে পড়েছে সোনা। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। ডাক্তার হয়েও কিছু করতে পারছে না সূর্য। একমাত্র লাবণ্য বুঝেছে এই সময় সোনার শুধুমাত্র মায়ের কোল প্রয়োজন। তাই তার নির্দেশে জয় আর কাকাই গিয়ে সোনার অসুস্থতার খবর দিয়ে রুপাকে ডেকে নিয়ে এসেছে সেনগুপ্ত বাড়িতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেঙ্গল টপার,Bengal Topper,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,ফুল মা,Ful Ma,রুপা,Rupa,আসন্ন ট্র্যাক,Upcoming Track

এরই মধ্যে জানা যাচ্ছে আগামীদিনে সোনার আসল পরিচয় আসবে সূর্য দীপার সামনে। সূর্য জানতে পারবে সে হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছিল আর সোনা তারই মেয়ে। এত বড় সত্যি সামনে আসতেই আবার নতুন চাল চালবে মিশকা। আর সেসবের চক্করেই সূর্য ডিভোর্স দেবে দীপাকে। কিন্তু আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হবে ডিভোর্সের আগে সূর্য দীপাকে একসাথে থাকতে হবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বেঙ্গল টপার,Bengal Topper,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,ফুল মা,Ful Ma,রুপা,Rupa,আসন্ন ট্র্যাক,Upcoming Track

আদালতের নির্দেশ মেনেই একসাথে থাকা শুরু করবে সূর্য দীপা। মনে করা হচ্ছে তখনই আবার ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে সূর্য দীপা। অনুরাগের ছোঁয়া যে সিরিয়াল থেকে অনুপ্রাণিত সেই কার্তিকা দীপম-এর গল্প অনুসরণ করলে তেমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥