• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে! মা-মেয়েকে মিলিয়ে অসাধ্য সাধন উর্মির, প্রশংসায় ভরাল দর্শক

Published on:

Anurager Chhowa upcoming track reveal audience praise Urmi

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত প্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।  এই সিরিয়ালটিকে দর্শকরা এতটাই ভালোবাসা দিয়ে চলেছেন যে প্রতি সপ্তাহেই লাগাতার বেঙ্গল টপার হয়ে এককথায় অবতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্বই থাকছে  একেবারে টানটান উত্তেজনায় মোড়া।

এতদিন ছোট্ট রুপার (Rupa) দুর্দান্ত অভিনয় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শক। এবার তার মতই অসাধারণ অভিনয় করে দর্শকদের চোখে জল এনে দিয়েছে সূর্য-দীপার (Surjo-Deepa) আর এক মেয়ে সোনা (Sona)। গত পর্বেই দর্শক দেখেছেন রত্না অর্থাৎ উর্মির মা শয়তানি করে ছোট্ট সোনার মনটা ক্ষতবিক্ষত করে  বুঝিয়ে দিয়েছে যে সে অনাথ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,সত্যি ফাঁস,Truth Reveal

আর তাতেই কাউকে কিছু না বলে নিজের মনেই কষ্ট পাচ্ছে সোনা। এমনকি নিজের প্রাণের প্রিয় বাবার সূর্যর কাছেও যেতে চাইছে না সে। শেষমেশ দীপা এসেই পরিস্থিতি খানিকটা সামলেনেওয়ার চেষ্টা করেছিল।

কিন্তু প্রত্যেকবারের মতো এবারও ‘বেস্ট ফ্রেন্ড’ মিশকার জন্য দীপাকে যাচ্ছেতাই  করেছে সূর্য।  এসব দেখে রুপাও টানতে টানতে মা’কে নিয়ে বাড়ি চলে আসে। তবে এবার অনুরাগের ছোঁয়ায় আস্তে চলেছে আরও নতুন চমক।  এবার দীপার হয়ে সূর্যের সাথে লড়াই করবে দীপার বোন উর্মি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,সত্যি ফাঁস,Truth Reveal

আসন্ন পর্বেই দেখা যাবে সোনা দীপার কাছে যাওয়ার জন্য বায়না করলে সূর্যের বারণ অমান্য করেই সোনাকে দীপার কাছে রেখে আসবে উর্মি। বোনের এই পরিবর্তন দেখে দীপার মতোই বেজায় খুশি দর্শক। তবে এদিন সোনা যেমন একদিকে ফুল মা’র কাছে গিয়ে ভালো করার চেষ্টা করছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,সত্যি ফাঁস,Truth Reveal

ন্যদিকে ঠিক তখন বাড়িতে সোনামাযের জন্য তার পছন্দের খেলনা নিয়ে আসবে সূর্য। কিন্তু এসেই যখন জানতে পারবে সোনা দীপার কাছে রয়েছে তখন সূর্যের সমস্ত রাগ গিয়ে পড়বে উর্মির ওপর।  সে উর্মিকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করবে ,এমনকি বলবে উর্মি এটা নিজের দিদির সাথে মিলেই সবটা প্ল্যান করেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥