• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা ঘষে দীপাকে কাছে টেনে নিল সূর্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব

Published on:

Anurager Chhowa Surja bring Deepa close after knowing Mishka's intentions

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটা পর্ব ঘিরে রয়েছে হাইভোল্টেজ ড্রামা। তাই ধারাবাহিকের প্রত্যেকটা পর্বই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। টিভির পর্দায় এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না কেউ। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo Deepa) তো এক কথায় চোখে হারায় দর্শক।

সেই সাথে এখন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ধারাবাহিকে বহুদিন ধরে একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য দীপা। তাদের এই বিরহ আর চোখে দেখতে পারছেন না অনুরাগীরা। সকলেই চাইছেন এবার ভুল ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসুক তাদের প্রিয় জুটি ‘সুদীপা’ (Sudeepa)।

Anurager Chhowa Deepa Mishka DNA test Challenge

তাছাড়া খলনায়িকা মিশকার (Mishka) একঘেয়ে শয়তানিও আর সহ্য করতে পারছেন না কেউ। তাই বারবার মিশকা যেভাবে সূর্য-দীপা আর সোনা-রুপাকে বিপদে ফেলে চলেছে এবার তার নিষ্পত্তি চান দর্শক। ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে মন ভালো করতে সবাই মিলে দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে ছুটি কাটাতে গিয়েছেন।

স্টার জলসা.Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন ট্র্যাক,Upcoming Track

কিন্তু মিশকার শয়তানিতে ঘুরতে গিয়েও শান্তি নেই। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে নকল ফুলমা সেজে  সোনাকে কিডন্যাপ করে রেখেছে মিশকা। আসলে এইভাবে এক ঢিলে  দুই পাখি মারার ফন্দি এঁকেছে পচা আন্টি মিশকা। আগামী পর্বে দেখা যাবে এই মিশকার কথাতেই দীপাকে ভুল বুঝে এবার জেলে পাঠাবে সূর্য।

Anurager Chhowa Mishka Surjo

জানা যাচ্ছে আগামী পর্বে রুপার বুদ্ধিতে দিদিভাই অর্থাৎ লাবণ্য সেনগুপ্তর সাহায্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে দীপা। আর তারপরে রুপার দেখে রাখা গাড়ির নাম্বার প্লেটের সূত্র ধরে সোনাকে উদ্ধার করতে গুন্ডাদের ডেরায় পৌঁছে যাবে সূর্য-দীপা আর রুপা। আগামী পর্বে দেখা যাবে সেখানে গিয়েই গুন্ডাদের হুশিয়ারি দিয়ে সূর্য বলবে ‘আমার স্ত্রী আর মেয়েদের গায়ে একটাও আঁচড় লাগলে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবে না’।

স্টার জলসা.Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন ট্র্যাক,Upcoming Track

মুখে যতই ঝগড়া করুক সেখানে সূর্য সবার সামনে এতদিন পর দীপাকে আবার  নিজের স্ত্রীর পরিচয় দেওয়ায় মনে মনে খুশিই হয় দীপা। এরপরেই দেখা যাবে সূর্যের পিছন সেখানে এসে হাজির মিশকা। আর সে এসে আবার সুযোগ বুঝে লোডশেডিং করে দিয়ে সোনাকে গায়েব করে দেয়। এখন দেখার আগামীপর্বে দর্শকদের জন্য নতুন কোন চমক অপেক্ষা করছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥