• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিবরাত্রিতে সূর্যের মাথায় জল ঢাললো দীপা! টিভির আগেই ফাঁস অনুরাগের ছোঁয়ার পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,শিবরাত্রি,Shibratri,আসন্ন ট্র্যাক,Upcoming Track

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে রাজ করছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যার স্পষ্ট ছাপ পড়ছে টি আর পি তালিকাতেও। এখন টেলিভিশনের পর্দায় অন্যতম সেরা জুটি এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa)। দর্শকমহলে তাঁদের জুটির জনপ্রিয়তা তারকাদের কাছে রীতিমতো ঈর্ষণীয়।

অনুরাগীরা ভালোবেসে তাদের এই জুটির নাম দিয়েছেন ‘সুদিপা’ (Sudeepa)। সাউথের জনপ্রিয় ধারাবাহিক ‘কার্তিকা দীপম’ থেকে অনুপ্রাণিত এই বাংলা সিরিয়ালে সূর্যের (Surjo) চরিত্রে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh) এবং দীপা (Deepa) চরিত্রে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) দুর্দান্ত অভিনয় দেখে চোখের পলক পড়ে না দর্শকদের।

Anurager Chhowa new promo Surjo Deepa 

এখন যদিও এই সিরিয়ালের দর্শকদের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সূর্য-দীপার দুই মিষ্টি মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। তাই এখন টিভির পর্দায় ‘হিংসুকুটি’ আর ‘পাতা মেয়ে’র আদো আদো পাকা পাকা কথা শোনার অপেক্ষাতেই থাকেন দর্শক। সিরিয়ালের নির্মাতারাও হতাশ করেন না দর্শকদের। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এখন এই সিরিয়ালের প্রতিটা পর্বেই থাকছে টান টান উত্তেজনা।

Anurager Chhowa Sona Rupa

এখনও পর্যন্ত সূর্য দীপার ভুল বোঝাবুঝি না মিটলেও দেখা যাচ্ছে ভাগ্যচক্রে কোনো না কোনো ভাবে বারবার কাছাকাছি এসেই যাচ্ছে সূর্য দীপা। আগামীদিনে সিরিয়ালে আসছে আরও এক দারুন টুইস্ট। প্রসঙ্গত সদ্য গিয়েছে মহাশিবরাত্রি। এবার সিরিয়ালেও স্বামী অর্থাৎ সূর্যের মঙ্গলকামনায় শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,শিবরাত্রি,Shibratri,আসন্ন ট্র্যাক,Upcoming Track

টিভিতে সম্প্রচারের আগেই এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল সেই পর্ব। জানা যাচ্ছে শিবরাত্রিতে দীপা যে মন্দিরে জলঢালতে যাবে সেখানেই বিনাপয়সায় রোগী দেখতে বসবে সূর্য। তখনসেখানে জল ঢালতে গিয়ে বৌদির সাথে ধাক্কা লেগে যাবে দীপার। আর তাতেই বাবা মহাদেবের মাথায় জল ঢালার আগে সূর্যের মাথায় জল ঢালবে দীপা। যা দেখে একেবারে  চমকে যাবে সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,শিবরাত্রি,Shibratri,আসন্ন ট্র্যাক,Upcoming Track

প্রসঙ্গত সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সূর্য কতটা রাগী। একটুতেই মাথা গরম হয়ে যায় তাঁর।আর তাতেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে তোলে সে। বলতে গেলে রীতিমতো তান্ডব শুরু করে দেয় সূর্য। তাই দর্শকরা বলছে  শিবরাত্রিতে মাথায় জল ঢালার পর এবার যদি ডিপ্পর ডাক্তারবাবুর মাথা ঠান্ডা হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥