• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার চার হাত এক করতে এবার আসছে কবির! ফাঁস হল নতুন ট্র্যাক 

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় কার্যত রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। টিআরপি তালিকায় যার আঁচ পড়ছে হামেশাই। টিআরপি তালিকায় প্রথম হয়ে বেঙ্গল টপারের (Bengal Toper) শিরোপা জিতে ইতিমধ্যেই একথা আরও একবার প্রমাণ করেছে সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প।

শুরু থেকেই আনকোরা এই ধারাবাহিকে সূর্য (Surjo)-দীপা (Deepa)-র দুর্দান্ত রসায়ন মন ছুঁয়েছে দর্শকদের ধারাবাহিকে নায়ক সূর্যের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) আর নায়িকা দীপার চরিত্রে দেখা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)-কে। ইদানিং এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনার পর্ব।

   

Surjo Dipa will together soon swastika's post goes viral

তাই ভুলেও একটাও এপিসোড মিস করছেন না দর্শক। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৮ বছর তারপরেও এখনও মেটেনি সূর্য দীপার ভুল বোঝাবুঝি। বরং দিনে দিনে তা বেড়েই চলেছে। অন্যদিকে সামনে আসছে না মিশকার (Mishka) আসল চেহারাও। তবে এখন এই সিরিয়ালের অন্যতম ইউএসপি সূর্য দীপর দুই মেয়ে সোনা (Sona)-রুপা (Rupa)।

তাদের পাকা পাকা কথা অল্পদিনেই ছাপ ফেলেছে দর্শক মহলে। এখন অবস্থাটা হয়েছে এমন যে প্রতিদিন টিভির পর্দায় এই দুই খুদেই সদস্যকে দেখার জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন দর্শকরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ধারাবাহিকে দেখা গিয়েছে দীপা সোনার সোনার পরিচয় জানলেও তার মধ্যে ভুল ধারণা রয়েছে যে সোনায় সূর্য এবং মিশকার মেয়ে। তাই নিজের শত কস্ট হলেও কিছুতেই সে তাদের সংসার ভাঙতে চায় না।

Anurager Chhowa Sona Rupa

অন্যদিকে সূর্যের সাথেও ছোট্ট রুপার বারবার দেখা হলেও এখনও পর্যন্ত মুখ দেখেনি সোনার মায়ের। এসবের মধ্যেই দূর থেকেই নিজের নাতনি আর বৌমাকে আর্থিক ভাবে সাহায্য করতে ফুলের এক্সিবিশনের আয়োজন করেছেন লাবণ্য সেনগুপ্ত। জানা যাচ্ছে আগামীদিনে এই এক্সিবিশনে প্রথম হয়ে দীপা পুরস্কার নিতে মঞ্চে উঠলে তাকে দেখে সবাই অবাক হয়ে যাবে।

কিন্তু মিশকা আবার সূর্যর কানে দীপার নাম বিষ ঢালতে শুরু করবে । তখন আবার সূর্য নাকি আবার দীপাকে যাচ্ছেতাই ভাবে অপমান করবে। আর ঠিক তখনই তাদের ভুল বোঝাবুঝি মেটাতে এবং মিশকার আসল চেহারা সবার সামনে আনতে আরও একবার এন্ট্রি হবে কবিরের (Kabir)। তার কথাতেই নাকি সূর্য নিজের সব ভুল বুঝতে পারবে আর মিশকারও মুখোশ খুলে যাবে। তবে এমনটা আসলে হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ সম্প্রতি বিগত বিষয়টা শুধু কল্পনা করেছেন এই সিরিয়ালের এক অনুরাগী। তবে এখানে বলে রাখি মূল সিরিয়াল ‘কার্তিকা দীপম’ অনুযায়ী সূর্য দীপার মিল হতে কিন্তু আর বেশি দেরি নেই।

site