• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকা আন্টিই ঠিক! ঘরে সূর্য-দীপাকে দেখেই সব বুঝে গেল সোনা-রুপা, ফাঁস আগাম পর্ব 

Published on:

Anurager Chhowa Upcoming Episode Sona Rupa Surjo Deepa

এই মুহূর্তে সারাদিন ধরে একটাই সিরিয়াল দেখার অপেক্ষায় থাকেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা। তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এখন এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখার অপেক্ষায় রয়েছে গোটা বাংলা।

তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সমস্ত কাজ সেরে সবাই বসে পড়েন টিভির সামনে। সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে একের পর নিত্য-নতুন চমক।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

এতবার ষড়যন্ত্র করেও দীপার বুদ্ধির সামনে মুখ থুবড়ে পড়েছে মিশকা। গোহারা হেরেও লজ্জা নেই বেহায়া মিশকার। তাই দীপাকে কাঁদানোর জন্য মিশকার নতুন প্ল্যান কাঁটা দিয়ে কাঁটা তোলা। এতুটুকু বয়সেই বাবা মায়ের বিরুদ্ধে ছোট্ট সোনার মন বিষিয়ে দিতে চেছিল সে।

কিন্তু রুপার বুদ্ধির জোরে  লাবণ্য সেনগুপ্তের দাপটে শেষ পর্যন্ত ভয়েই পালিয়েছে মিশকা। এদিন স্কুল থেকে সোনাকে নিয়ে দীপার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল মিশকা। কিন্তু শেষ পর্যন্ত লাবণ্যর ধমক খেয়ে ময়দান ছেড়ে পালিয়ে যায় শয়তান মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

এরই মধ্যে ফাঁস হয়েছে ধারাবাহিকের আগাম পর্ব। এদিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের ফেসবুক পেজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সোনা রুপা যাতে তাদের বাবা-মা সূর্য-দীপাকে ভুল না বোঝে, তাই আগে থেকেই জয় এসে সূর্য-দীপাকে ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যেতে বলছে।


কিন্তু তারা সন্তান স্নেহে এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ে, এবং নিজেদের মেয়েকে একবার চোখের দেখা দেখতে চায়। আর এসবের এরই মধ্যে দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে চলে আসে সোনা-রুপা। এসেই বাবা-মাকে একসাথে দেখে চমকে ওঠে সোনা-রুপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥