• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর বাঁচার উপায় নেই! মিশকাকে শাস্তি দিয়ে সূর্য-দীপাকে এক করতে হাজির তবলা

Published on:

Anurager Chowa tabla comes back mishka will be punished now

এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মন জুড়ে রয়েছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যার নিয়মিত ছাপ পড়ছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেও। যার ফলে সময়ের সাথে সাথেই দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিষ্টি রসায়ন।

এখনও পর্যন্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে মিল হয়নি সূর্য-দীপার। যদিও এখন ঝড়ের বেগে এগোচ্ছে এই  ধারাবাহিকের প্রতিটা পর্ব। নবর্ষের দিন দীপার হাতে সূর্যের ডিভোর্স পেপার তুলে দেওয়া থেকে, অসুস্থ দীপার হাসপালে ভর্তি এবং তারপর কোর্টরুমে মামলা চলাকালীন সাবাল জবাব পর্ব বিশেষ করে মিশকার মুখে ঝামা  ঘষে সূর্য যেভাবে বারবার দীপার সম্মান বাঁচিয়েছে তা চুটিয়ে উপভোগ করেছেন দর্শক।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,ডিভোর্স,Divorce,মিশকা,Mishka,তবলা,Tobla,সত্যি প্রকাশ,Truth Reveal,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist
সব মিলিয়ে এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে নিত্যনতুন চমক। তাই এখন অনুরাগের ছোঁয়ার একটা এপিসোডও না দেখলেই চরম মিস। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা তো ভালোই জানেন কিভাবে সূর্য দীপার ভালোবাসার সামনে বার বার মুখ থুবড়ে পড়ছে শয়তান মিশকা।
বিচারকের নির্দেশে এবার ৬ মাস এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন আজ সূর্য উচিত শিক্ষা দিয়ে সমস্ত ছবি ছিঁড়ে ধাক্কা মেরে মিশকাকে ফেলে দিয়েছে।
Surjya Deepa will stay together for 6 months, other side Surjya hits Mishka, Anurager Chhowa lastet episode revealed
আর দীপার সামনে সূর্যের এই অপমান একেবারেই হজম করতে পারছে না মিশকা।  তাই প্রচন্ড রাগে গজ গজ করতে বাড়ি গিয়ে দীপার ফোন থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করার প্লানিং করছে  সে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,ডিভোর্স,Divorce,মিশকা,Mishka,তবলা,Tobla,সত্যি প্রকাশ,Truth Reveal,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist
এরইমধ্যে ধারাবাহিকে আজ আবার এন্ট্রি নিয়েছে দীপার দাদা তবলা। এই তবলায় মিশকার সমস্ত ষড়যন্ত্রের সাক্ষী। তাই দর্শকরা মনে করছেন এবার এই তবলার হাতেই মিশকার এতদিনের সমস্ত চক্রান্ত ফাঁস হবে। আর ততদিনে কোর্টের নির্শেষে ৬ মাস একসাথে থাকতে থাকতেই সব ভুল বোঝাবুঝি মিতে যাবে সূর্য দীপার।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥