• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল বোঝাবুঝি শেষে সূর্য-দীপার জীবনে ফিরছে ‘অনুরাগের ছোঁয়া’! টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Published on:

Anurager Chhowa Deepa Surja Remembers Past days of love

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার প্রত্যেক সপ্তাহেই বেঙ্গল টপার হয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। কাজে বোঝাই যাচ্ছে দর্শকদের কাছে  এই সিরিয়ালের জনপ্রিয়তা ঠিক কতখানি।

তাই দর্শকরা যেমন দুহাত ভোরে অফুরন্ত ভালোবাসা দিয়ে চলেছেন,তেমনি এই সিরিয়ালের নির্মাতার দর্শকদের মনোরঞ্জন করতে খামতি রাখছেন কোথাও। প্রায় দিনই নিত্য নতুন চমকের সাথেই ঝড়ের বেগে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়ার হাইভোল্টেজ ড্রামা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Sona,সোনা,Rupa,রুপা,Old Memory,পুরোনো স্মৃতি,Sweet Moment,মিষ্টি মুহূর্ত

এখন এই সিরিয়ালের দর্শকদের একটাই ইচ্ছা তা হল এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখা। তাই ঘড়ির কাঁটায় প্রতিদিন রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সব কাজ সেরে সকলেই  বসে যান টিভির সামনে।

কিন্তু খলনায়িকা মিশকার বুদ্ধির জোরেই তা আর হয়ে উঠেছে না। যদিও ইডিমধ্যেই একটার পর একটা রহস্যের জট খুলতে শুরু করেছে।দীপা জেনেছে হাসপাতালে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু কে তার সেই আর এক যমজ মেয়ে এখন সেই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে দীপা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Sona,সোনা,Rupa,রুপা,Old Memory,পুরোনো স্মৃতি,Sweet Moment,মিষ্টি মুহূর্ত

সেইসাথে  ধারাবাহিকের মহাপর্বে দেখা গিয়েছে দীপা জেনে গিয়েছে মিশকার (Mishka) সাথে সূর্যের বিয়েই হয়নি। এই পর্ব দেখার পর সবাই যখন সবেমাত্র সূর্য দীপার মিল দেখার আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ঠিক তখনই এক নতুন চাল চেলে আবারও দীপাকে বিপদে ফেলেছে মিশকা। বস্তির মেয়েকে দীপার হারিয়ে যাওয়া মেয়ে বলে পরিচয় দেয় মিশকা।

কিন্তু দীপা বুঝে যায় মিশকা তাকে মিথ্যা বলেছে। এরইমধ্যে দর্শক দেখেছেন মিশকা দীপাকে  স্বামী এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার শর্ত দিয়েছে। যা শোনার পর থেকে দীপার মনের মধ্যে রীতিমতো তোলপাড় চলছে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Sona,সোনা,Rupa,রুপা,Old Memory,পুরোনো স্মৃতি,Sweet Moment,মিষ্টি মুহূর্ত

এরইমধ্যে দেখা গেল পুরোনো স্মৃতি উস্কে দিয়ে সূর্য আগের মতোই গাড়ির পিছনের সিটে সামনের সিটে বসতে বলছে। যা দেখে দীপার মনে পড়ে যায় বিয়ের দিনের এবং তার আগের দিনের পুরনো স্মৃতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥