• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও প্রেমের ফুল ফুটেছে সূর্য-দীপার জীবনে? অবশেষে সত্যিটা জানিয়েই দিলেন স্বস্তিকা

Published on:

Anurager Chhowa Swastika Ghosh opens up about love relation with Dhrubojyoti Dutta

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serail) জগতে এককথায় রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার বেঙ্গল টপার (Bengal Topper) সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য -দীপা (Surjo-Deepa) এখন দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছেন।

ধারাবাহিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তাঁর বিপরীতে নায়ক সূর্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)কে। এখনকার বাংলার সিরিয়ালের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল তারা। টিভির পর্দায় যখনই তাঁরা একফ্রেমে ধরা দেন কোথাও গিয়ে যেন একটা ম্যাজিক কাজ করে।

Anurager Chhowa Surjo Deepa Swastika Ghosh Dibyojyoti Dutta

সূর্য-দীপাকে একসাথে দেখলে চোখের পলক পড়ে না দর্শকদের।অনেকে তো এমনও আছেন যারা মনে করেন সিরিয়ালে সূর্য দীপা যেমন একে অপরকে ভালোবাসেন বাস্তবেও তেমনি প্রেম করেন এই ‘সুদীপা’ জুটি। বেশকিছুদিন ধরে এমনই কানাঘুঁষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়।
আর সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে। তাই এই খবর যদি সত্যি হয় তাহলে খুশির ঠিকানা থাকবে না সূর্য দীপার অনুরাগীদের। সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছিলেন খোদ দীপা অভিনেত্রী স্বস্তিকা। ইউটিউব চ্যানেল দেওয়া   সাক্ষাৎকারে সূর্য অভিনেতা দিব্যজ্যোতির সাথে প্রেমের গুঞ্জন একবাক্যে অস্বীকার করে অভিনেত্রী বলেছেন তারা শুধু ভালো বন্ধু।
Anurager Chhowa Surjo Deepa Dibyojyoti Swastika Relationship
স্বস্তিকার কথায় ‘লোকে অনেক কথাই বলে কিন্তু আমরা তো তাদের সবার  মুখ বন্ধ করতে পারবো না। তাই যে যা বলছে বলুক। দিব্যজ্যোতি আমার খুব ভালো বন্ধু এর বেশি কিছু না’। এখন তাদের  একটা সুন্দর বন্ডিং রয়েছে সেই কারণেই তাঁদের কেমিস্ট্রিতে টিভির পর্দায় দর্শকদের এত পছন্দ হচ্ছে বলে জানান অভিনেত্রী। সেইসাথে এদিন স্বস্তিকা জানান দিব্যজ্যোতির সাথে প্রথমদিকে নাকি তাঁর বন্ধুত্ব তো দূর তেমন কথাও হত না।
তবে পরবর্তীতে সিরিয়াল শুরু হওয়ার একমাস পর নাকি তাদের বন্ধুত্ব হয়। অন্যদিকে স্বস্তিকার সাথে প্রেমের গুঞ্জন উড়িয়ে সম্প্রতি দিব্যজ্যোতিও বলেছিলেন ‘এটা পুরোটাই গুজব, আমি আর স্বস্তিকা কোনও সম্পর্কে নেই। তবে কেউ যদি আমাদের নিয়ে এমন ভাবেন তাহলে আমার কিছু বলা নেই। আমার কাছে সত্যিটা পরিষ্কার। আমি যদি কখনও কোনও সম্পর্কে জড়াই সেটা লুকাবো না।’
তবে আপাতত সিরিয়ালে সূর্য দীপার মিল দেখার অপেক্ষায় বসে আছেন দর্শক। এপ্রসঙ্গে এদিন পর্দার দীপা বলেন ‘সেটা বাস্তবে সম্ভব নয় স্বপ্নে হতে পারে’। সেইসাথে স্বস্তিকা জানান আগামীদিনে সিরিয়ালে দারুন টুইস্ট আসতে চলেছে, যেটা নাকি তাঁরা নিজেরাও ভাবতে পারেননি।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥