• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’ লেগেছে সূর্য-ঊর্মির জীবনে! সৌমিলির চোখে চোখ রেখে দিব্যজ্যোতি কী বললেন দেখুন

Published on:

Anurager Chhowa Surjya Urmi AKA Dibyojyoti Dutta and Soumily Chakraborty interview

Dibyojyoti Dutta Soumily Chakraborty: দীপা-মিশকার লড়াইয়ে বাজিমাত করলো ঊর্মি (Urmi)! স্ত্রী-প্রিয় বান্ধবীকে ছেড়ে শেষে ভাইয়ের বৌয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে সূর্য (Surjya)। না, এই গল্প অনস্ক্রিনের নয়, বরং অফস্ক্রিনের। এখন টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং সৌমিলি চক্রবর্তীর (Soumily Chakraborty) প্রেমের গুঞ্জন। একসঙ্গে কাজ করতে করতেই নাকি ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) লেগেছে তাঁদের জীবনে।

সাম্প্রতিক অতীতে ঊর্মি অভিনেত্রী সৌমিলির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একাধিক ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি। এরপর থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গুঞ্জন। যদিও সম্প্রতি এই বিষয়ে সৌমিলিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দিব্যজ্যোতি তাঁর ভালো বন্ধু। তবে ইঙ্গিতপূর্ণভাবে অভিনেত্রী এও বলেন, সব কিছুর শুরুটা ভালো বন্ধুত্ব দিয়েই হয়।

Anurager Chhowa Soumily Chakraborty opens up about her relation with Dibyojyoti Dutta

সৌমিলির সেই সাক্ষাৎকারের (Interview) রেশ কাটতে না কাটতেই জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলে জুটিতে দেখা গেল পর্দার সূর্য-ঊর্মিকে। সম্প্রতি ৫০০ পর্ব সম্পন্ন হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র। কেক কেটে সেলিব্রেশনের পর সেদিনই সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেন দিব্যজ্যোতি-সৌমিলি।

পর্দার ঊর্মি বলেন, ‘অনুরাগের ছোঁয়া’র শুরুতে একটা ব্যাপার ছিল, এখন সেটা অনেকটাই বদলে গিয়েছে। সেই কথার সঙ্গে সহমত পোষণ করে দিব্যজ্যোতি বলেন, ‘হ্যাঁ তখন একটা ব্যাপার ছিল’। একথা শুনে একগাল হাসি নিয়ে সৌমিলি তাঁকে জিজ্ঞেস করেন, ‘তখন কী ব্যাপার ছিল?’

Dibyojyoti Dutta and Soumily Chakraborty

জবাবে দিব্যজ্যোতি বলেন, ‘না না, এমন কিছু বলছি না যে তখন একটা ব্যাপার ছিল যেটা এখন নেই। তখনও একটা ব্যাপার ছিল, এখনও একটা ব্যাপার আছে’। এরপর চর্চিত প্রেমিকার চোখে চোখ রেখে অভিনেতা বলেন, ‘তখন ছিল শীত, এখন হচ্ছে বসন্ত। ঋতু তো পরিবর্তন হবেই, কিন্তু তুমি ঋতুটাকে কতটা উপভোগ করছ, সেটা জরুরি’।

সাক্ষাৎকারে রঙমিলান্তি পোশাকে সৌমিলির সঙ্গে ছবি আপলোড করা নিয়েও মুখ খোলেন দিব্যজ্যোতি। এই বিষয়ে প্রশ্ন করা হতেই প্রথমে লজ্জা মাখা হাসি দেখা যায় দু’জনের মুখে। এরপর অভিনেতা বলেন, সেই ছবিটার পিছনে একটা গল্প আছে।

দিব্যজ্যোতি বলেন, ‘আমি আর ও সেদিন বুঝতে পারিনি, দু’জনেই নীল রঙের পোশাক পরে এসেছিলাম। এরপর ও বললো চলো একটা ছবি তুলি। আমিও বললাম হ্যাঁ হ্যাঁ চল তুলি’। এরপর সৌমিলি জানান, এখন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, দীপার সঙ্গে জয়ের এবং তাঁর সঙ্গে সূর্যর পোশাকের রঙ মিলে যাচ্ছে। সেদিনও এমনটাই হয়েছিল। আর সেই কারণেই ছবি তুলেছিলেন বলে জানান ‘অনুরাগের ছোঁয়া’র দুই তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥