• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও? দীপাকে পাশে বসিয়ে সাক্ষাৎকারে হাটে হাঁড়ি ভাঙলেন সূর্য! রইল ভিডিও

Published on:

Anurager Chhowa Surjya and Deepa AKA Dibyojyoti Dutta and Swastika Ghosh’s interview

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য (Surjya)-দীপার (Deepa) চরিত্রে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) অভিনয় দর্শকদেরও দারুণ পছন্দের। তাঁদের প্রেম থেকে শুরু করে মান-অভিমান সব কিছুই দর্শকদের দেখতে খুব ভালোলাগে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতির একটি বক্তব্য শুনে দুই তারকার বাস্তবের রসায়ন নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আসলে পর্দায় এখন সূর্য-দীপার মধ্যে যতই মনোমালিন্য চলুক না কেন, বাস্তবে দিব্যজ্যোতি এবং স্বস্তিকা কিন্তু দারুণ বন্ধু। সময় পেলেই শুরু হয়ে যায় তাঁদের খুনসুটি। একে অপরের পিছনে লাগা চলতেই থাকে তাঁদের। সম্প্রতি টলি টাইম নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এই দু’জনের সম্পর্কের এই দিকটিই ফুটে উঠেছে।

Anurager Chhowa Surjya Deepa, Dibyojyoti Dutta, Swastika Ghosh, দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ

পর্দার সূর্য-দীপার সাক্ষাৎকারে তাঁদের বন্ধুত্বের দিকটি খুব সুন্দরভাবে দেখতে পেয়েছেন দর্শকরা। সাক্ষাৎকারের শুরুতেই জিজ্ঞেস করা হয়, সূর্য-দীপার জুটি দর্শকদের খুব পছন্দের। এই নিয়ে তাঁরা কী বলতে চান? সঙ্গে সঙ্গে দিব্যজ্যোতি বলে ওঠেন, ‘আমারও খুব পছন্দের জুটি সূর্য-দীপা’।

এরপরই ‘আমি’ থেকে ‘আমাদের’ বলে সেই কথা ঘুরিয়ে দেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতা। ক্ষণিকের মধ্যেই লজ্জায় লাল হয়ে যায় তাঁর মুখ। সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা স্বস্তিকা সহ অভিনেতার লেগপুল শুরু করে দেন। শুরু হয়ে যায় দু’জনের হাসাহাসি।

Anurager Chhowa Surjya Deepa, Dibyojyoti Dutta, Swastika Ghosh, দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ

কথার সূত্র ধরেই অনস্ক্রিন দুই মেয়ে সোনা এবং রূপার বিষয়ে কথা বলেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা। দু’জনে জানান, কীভাবে এই দুই খুদে শিল্পী গোটা সেট মাতিয়ে রাখেন। যদিও সোনা-রূপা থাকলেও সেটের মধ্যে সবচেয়ে দুষ্টু কিন্তু দিব্যজ্যোতিই। সব সময়ই কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকেন তিনি।

সবশেষে ‘অনুরাগের ছোঁয়া’র অনুরাগীদের জন্য একটি বড় সুখবরও দেন পর্দার সূর্য-দীপা। তাঁরা জানান, শীঘ্রই তাঁদের একটি রোম্যান্টিক সিকোয়েন্স আসতে চলেছে। যদিও বাস্তবে নয়, বরং সেটি হতে চলেছে ‘ড্রিম সিকোয়েন্স’। এবার দেখার, যাবতীয় মনোমালিন্য মিটিয়ে ফের কবে কাছাকাছি আসেন সূর্য-দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥