• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঋভু-কিয়ান থেকে অনুরাগের ছোঁয়ার সূর্য, প্রতিবারেই অসাধারণ অভিনয়, রইল দিব্যজ্যোতির সব সিরিয়ালের তালিকা

Published on:

Anurager Chowa Surjo Dibyajyoti Dutta praised by viewers in every character

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী শুরু থেকেই দর্শকদের খুব পছন্দের। গত সপ্তাহে আবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। জমজমাট প্লটের পাশাপাশি সূর্য-দীপা-সহ সম্পূর্ণ কাস্টের দারুণ অভিনয়ই সিরিয়ালের সাফল্যের অন্যতম কারণ।

স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়ালে নায়ক সূর্যের (Surjya) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। মাত্র ২৩ বছর বয়সেই তাঁর সাবলীল অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। আজকের প্রতিবেদনে অভিনেতার কেরিয়ারের প্রত্যেকটি ধারাবাহিকের নাম তুলে ধরা হল।

Dibyojyoti Dutta

জয়ী (Joyee) – এই ধারাবাহিকটির কথা হয়তো এখনও অনেক দর্শকের মনে রয়েছে। দেবাদৃতা বসুর বিপরীতে ‘ঋভু’ চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। বেঙ্গল টপারও হয়েছিল এই সিরিয়াল। মাত্র ১৮ বছর বয়সেই ‘জয়ী’ সিরিয়ালে দিব্যজ্যোতির অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরা।

Joyee Serial

চুনি পান্না (Chuni Panna) – এই ধারাবাহিকটির জনপ্রিয়তার কথা নতুন করে কিছুই বলার নেই। ‘জয়ী’র পর এই সিরিয়ালের নায়ক হিসেবে দেখা গিয়েছিল দিব্যজ্যোতিকে। ‘চুনি পান্না’য় তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’এর ঊর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে। এখনও এই সিরিয়ালের কথা মনে পড়লে আবেগে ভাসেন দর্শকদের একাংশ। এই সিরিয়ালে দিব্যজ্যোতি অভিনীত চরিত্রটির নাম ছিল নির্ভীক।

Chuni Panna serial

দেশের মাটি (Desher Maati) – ‘চুনি পান্না’র পর ‘দেশের মাটি’ ধারাবাহিকে দিব্যজ্যোতিকে দেখেছিলেন দর্শকরা। তাঁর চরিত্রের নাম ছিল কিয়ান। দর্শকদের মধ্যে একজন কিন্তু নোয়া-কিয়ান জুটি বাম্পার হিট।

Desher Maati Kiyaan

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) – ‘জয়ী’, ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’তে দিব্যজ্যোতির অভিনয় দর্শকদের পছন্দ হলেও, ‘অনুরাগের ছোঁয়া’ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। সূর্যর চরিত্রে তাঁর অভিনয় দারুণ পছন্দ দর্শকদের।

Anurager Chhowa Surjya

মাত্র ২৩ বছর বয়সে দিব্যজ্যোতি যেভাবে দুই মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন তা মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের। দর্শকমহলেও সুপারডুপার হিট সূর্য-দীপার জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥