স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তাঁরা। দর্শকমহলে দিব্যজ্যোতি-স্বস্তিকার পরিচিতি এখন সূর্য (Surjya)-দীপা নামেই বেশি। তবে গত দু’সপ্তাহ ধরে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটির নম্বর কমছে। একঘেয়ে ট্র্যাকের কারণে দর্শকদের একাংশও সিরিয়ালটি নিয়ে বেশ বিরক্ত হয়ে গিয়েছেন।
‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, গত কয়েক মাস ধরে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি চলছে। কিছুতেই তাঁদের মান-অভিমান মিটছে না। একই ট্র্যাক দেখতে দেখতে দর্শকদের একাংশও বেশ বিরক্ত হয়ে গিয়েছেন। তাঁদের একটাই দাবি, তাড়াতাড়ি সূর্য-দীপার মিল দেখানো হোক। দর্শকদের যে চলতি ট্র্যাক বিশেষ ভালোলাগছে না তার প্রমাণ মিলেছে টিআরপি (TRP) তালিকাতেও।
পরপর বেশ কয়েক সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল দিব্যজ্যোতি-স্বস্তিকার ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু গত সপ্তাহে চমকে দেয় ‘জগদ্ধাত্রী’। চলতি সপ্তাহেও ঘুরে দাঁড়াতে পারেনি সূর্য-দীপার সিরিয়াল। এই সপ্তাহে ৭.৭ নম্বর পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অপরদিকে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.২।
দিন দিন ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি কমছে, পর্দার সূর্য তথা দিব্যজ্যোতি দত্তের কি মন খারাপ এই জন্য? টিভি৯ বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। দিব্যজ্যোতি বলেন, ‘আমাদের আগেও কেউ ছিল, পরেও কেউ হবে। এটা খেলার অংশ। যখন ‘চুনিপান্না’ চলতো, তখন সেই ধারাবাহিক স্লট লিডারও হতো না। তবে আমি জানতাম ওটা খুব ভালো একটা ধারাবাহিক। সিরিয়াল এক নম্বরে থাকলে ভালো, কিন্তু দু’নম্বরে থাকলে ভালো নয়, আমি এটা মানি না’।
পর্দার সূর্যর সংযোজন, ‘একদিন আমায় একজন বলছিলেন, তুমি তো বাংলার এক নম্বর নায়ক। আমি সঙ্গে সঙ্গে তাঁকে বলেছিলাম, এটা কী করে হয়? একটা সিরিয়াল কখনও বলতে পারে না নায়ক কিংবা নায়িকা এক নম্বর কিনা… এমনও হতে পারে যে পাঁচ নম্বর সিরিয়ালের নায়ক শ্রেষ্ঠ’।
দিব্যজ্যোতির বক্তব্য শুনে যদি মনে হয় তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। পর্দার সূর্য বলেন, ‘প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে থাকে। আমায় রোজ নিজের থেকে ভালো করতে হবে। এটা করতে পারলেই আমি খুশি’।