• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবারও ফেল শয়তান মিশকা! ডিভোর্স ভুলে অসুস্থ দীপার কাছেই ফিরল সূর্য, ফাঁস আগাম পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিভোর্স ক্যান্সেল,Divorce Cancel,আসন্ন চমক,Upcoming Twist,প্রকাশিত,Revealed

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে দাপটের সাথে  রাজত্ব করছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহেই রীতিমতো তাকে লাগিয়ে দিচ্ছে টি আর পি তালিকাতেও। যার ফলে জনপ্রিয়তার দিক দিয়েও এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

এখন দুরন্ত গতিতে এগোচ্ছে এই  ধারাবাহিকের প্রতিটা পর্ব। ইদানিং ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে নিত্যনতুন চমক। তাই এখন অনুরাগের ছোঁয়ার একটা এপিসোডও না দেখলেই চরম মিস। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা তো ভালোই জানেন কিভাবে মিশকার শয়তানির সামনে বারবার সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিভোর্স ক্যান্সেল,Divorce Cancel,আসন্ন চমক,Upcoming Twist,প্রকাশিত,Revealed
তবে আগের থেকে দীপার কাছে এখন অনেক সত্যিই পরিষ্কার। কিন্তু মিশকার চক্রান্তে  দীপার প্রতি সূর্যের রাগ কমার বদলে বেড়েই চলেছে দিনের পর দিন। তবে এরই মধ্যে জানা যাচ্ছে আজকের পর্বেই এই ধারাবাহিকে আসছে আরও এক ধামাকা এপিসোড।  এদিন দেখা যাচ্ছে উপস্থিত সকল অতিথিদের সামনেই লাবণ্য সেনগুপ্ত তাঁর কোম্পানি লাবণ্য’স এর দায়িত্ব তুলে দেবে দীপার হাতে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিভোর্স ক্যান্সেল,Divorce Cancel,আসন্ন চমক,Upcoming Twist,প্রকাশিত,Revealed
সেই ফাঁকে মিশকা আবার সূর্যকে দীপার হাতে ডিভোর্স পেপার তুলে কথা মনে করিয়ে দেবে। তখন সূর্যও রাগের মাথায় দীপাকে সেই সারপ্রাইজের নাম ডিভোর্স পেপার তুলে দিয়ে তার কাছে সরাসরি ডিভোর্স চাইবে। তখন মিশকাও বরাবরের মতো এদিনও পাশ থেকে সূর্যকে উস্কাতে শুরু করবে।  তখন লাবণ্য  মিশকাকে চড় মারতে গেলেও তাকে থামিয়ে দেবে সূর্য।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিভোর্স ক্যান্সেল,Divorce Cancel,আসন্ন চমক,Upcoming Twist,প্রকাশিত,Revealed
এরপর দেখা যাবে সূর্য দীপার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে চলে যেতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে
দীপা। এরপর সূর্য এসেই তাঁকে নিজের হাসপাতালে নিয়ে গিয়ে নিজের হাতে দীপার চিকিৎসা শুরু করবে। কিন্তু দীপা সূর্যের থেকে ডিভোর্স পেপার পেয়ে এতটাই আঘাত পেয়েছে যে অচেতন অবস্থাতেও সে সূর্যের সাথে তাঁর বিয়ের মুহূর্তের কথা ভাবতে শুরু করে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিভোর্স ক্যান্সেল,Divorce Cancel,আসন্ন চমক,Upcoming Twist,প্রকাশিত,Revealed
কিন্তু যখনই তাঁর সূর্যের বলা ডিভোর্সের কথা মনে পরে তখনই ঘুমের মধ্যেই  ভয় আঁতকে ওঠে দীপা। আর পাশেই থাকা সূর্য কে জড়িয়ে অঝোরে কাঁদতে কাঁদতে বলে সে যেন তাঁকে ছেড়ে না যায়, ডিভোর্স না দেয়। আর এইভাবেই মিশকা ডিভোর্স করাতে গিয়ে উল্টে সূর্য দীপা কে আরও কাছাকাছি এনে দেবে বলে মনে করা হচ্ছে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥