• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ থেকে শুরু সূর্য দীপার নতুন সংসার! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন শুরু,New Beginning,মিশকা,Mishka

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। সময়ের সাথে সাথেই যেন দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসা।

আর এই মুহূর্তে তো এই সিরিয়ালের অনুরাগীদের খুশির ঠিকানা নেই। কারণ বিচারকের নির্দেশে আপাতত ভেস্তে গিয়েছে সূর্য-দীপার ডিভোর্স। এবার আগামী ছয় মাস এক ছাদের তলায় থাকতে হবে তাদের। একথা শোনার পর থেকে একদিকে যেমন দর্শকরা আনন্দে লাফাচ্ছেন অন্যদিকে দ্বিগুণ বেড়েছে মিশকার শয়তানি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন শুরু,New Beginning,মিশকা,Mishka

গতকালের পর্বেই দর্শক দেখেছেন মিশকা ছদ্মবেশে বুড়ি সেজে দীপার ফোন থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। যদিও পারফিউমের গন্ধ শুঁকে দীপা বুঝে গিয়েছে ওই বুড়ি আসলে মিশকা ছিল। কিন্তু সে কি করতে তার ফোন নিয়েছিল তা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন শুরু,New Beginning,মিশকা,Mishka

অন্যদিকে বিচারকের নির্দেশে দীপার সাথে এক ছাদের নিচে থাকার জন্য দীপার বাড়িতে আসছে সূর্য। জীবন তাকে দ্বিতীয়বার এই সুযোগ  দিয়েছে। তাই দীপা ভাবছে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার জীবনটাকে আগের মত গুছিয়ে নেবে সে।  কিন্তু সূর্য তাকে এখনও নিজের প্রতিপক্ষই ভাবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন শুরু,New Beginning,মিশকা,Mishka

আর এতদিন পর সূর্য আসবে বলে দীপাও মনের আনন্দে ঘর সাজাচ্ছে। আর সেইসাথে বানাচ্ছে তার পছন্দের খাবার। ডাক্তার বাবু কে আবার নতুন করে পাওয়ার জন্য দীপার চোখে মুখে এখন খুশির হাওয়া। অন্যদিকে দীপার বাড়িতে আসার সময় ওয়েলকাম লিখে সাজানো ফুল দেখে সূর্যর  যেন মনে পড়ে যায় বিয়ের পরের  দিনগুলির কথা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন শুরু,New Beginning,মিশকা,Mishka

এই পর্ব দেখেই দর্শকদের ধারণা এভাবেই ধীরে ধীরে সূর্য-দীপার মধ্যে থাকা অভিমানের বরফ গলে তা ভালোবাসার পরিণত হবে, এবং বিচারকের নির্দেশ মতো ৬ মাস একসাথে থাকতে থাকতেই আবার মিল হয়ে যাবে তাদের। তাই আগামী দিনে সূর্য দীপার এই নতুন সংসার দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥