• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার শয়তানি ফেল! ছোট্ট সোনা-রুপার বুদ্ধিতেই কাছাকাছি সূর্য-দীপা, ফাঁস হল ধামাকা পর্ব

Updated on:

Anurager Chowa Sona Rupa brings Surja Deepa together Poils Baisakh Special Promo Video

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম সুপারহিট সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও ‘বেঙ্গল টপার’ হয়ে এককথায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক। সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) আর তাদের দুই মেয়ে সোনা-রুপা (Sona -Rupa) দর্শকদের নয়নের মণি।

ইদানিং ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে নিত্যনতুন চমক, সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক একথা তারা একবাক্যে স্বীকার করবেন সবাই। নতুনের ভীড়ে প্রত্যেক সপ্তাহেই দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজলেই হাতের সব কাজ সেরে সবাই বসে পড়েন অনুরাগের ছোঁয়ার ধামাকা সব পর্ব দেখার জন্য। এখন ঝড়ের বেগে এগোচ্ছে ধারাবাহিকের প্রতিটা পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

মনের মধ্যে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও পরিস্থিতির চাপে আজ একে অপরের থেকে অনেকটা দূরে সূর্য দীপা। তাই বারবার মিশকার শয়তানির সামনে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। তাই  দীপার প্রতি সূর্যের রাগ কমার বদলে বেড়েই চলেছে। তবে এবার মিশকা জব্দ করতে তৈরী দীপা। স্বামী সন্তানদের জন্য সে যে মিশকাকে আর রেয়াত করবে না সেকথা মুখে শুধু নয় হাত দিয়ে মেরে বুঝিয়ে দিয়েছে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

প্রসঙ্গত রাত পেরলেই নতুন বছর। আর এবার নতুন বছর উপলক্ষে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দর্শকদের জন্য আসছে বিরাট চমক। বাংলা বছর নববর্ষের শুরুটা এবার সূর্যদী-পার কাছে আসার গল্প দিয়েই শুরু করবেন দর্শক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার এক দারুন আপডেট। দর্শকরা  তো জানেনই বছরের প্রথম দিনে একদিকে যেমন লাবণ্য ক্রিয়েশন এর জন্মদিন অন্যদিকে একইসাথে  দীপার জন্মদিন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

আর এবার এই বিশেষ দিনে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে লাবণ্য সেনগুপ্তকে। সেই অনুষ্ঠানেই একসাথে হাজির হয়েছিলেন গোটা সেনগুপ্ত পরিবার। সেখানেই এদিনও বুদ্ধি করে বাবা মাকে একসাথে করে দিয়েছে মিষ্টি সোনা রুপা। আর মিশকা বাইরের মেয়ে হয়েই আলাদা থেকে গিয়েছে। এই দৃশ্য দেখে দারুণ উপভোগ করেছেন দর্শকরা।

এসবের মধ্যেই দর্শকদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে এসে গিয়েছে সূর্য-দীপার রোমান্সের একটি মিষ্টি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারি পরিবেশে সূর্য-দীপার নাচ আর রোমান্স। যা দেখে একেবারে প্রাণ জুড়িয়েছে দর্শকদের। তবে ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এটা সত্যি নয় দীপার কল্পনা। কারণ বাস্তবে সূর্য-দীপার  মিল হতে গেলে এখনও অনেক সত্য উদঘাটন হওয়া প্রয়োজন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥