• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে পূরণ হতে চলেছে দর্শকদের মনের ইচ্ছা! দীপাকে সিঁদুর পরিয়ে বুকে টেনে নিল সূর্য

Published on:

Anurager Chowa Surja Finally puts Sindur to Deepa

বাংলা সিরিয়াlলের (Bengali Serial) দর্শকদের কাছে এই মুহূর্তে পছন্দের সিরিয়াল বলতে প্রথমেই আসে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে আর কিছুই বলার নেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজ গুলির দিকে তাকালেই বোঝা যায় এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) ঠিক কতটা ভালোবেসে ফেলেছেন দর্শক। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে চলছে টানটান উত্তেজনার পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,নতুন ট্র্যাক,New Track

তবে অনেকদিন তো হলো দর্শকরা চাইছেন অভিমানের বরফ গলে এবার অন্তত মিল হয়ে যাক সূর্য-দীপার। তাদের এই ভুল বোঝাবুঝি আর সহ্য করতে পারছেন না দর্শক। যার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও। এই নিয়ে পরপর টানা তিন সপ্তাহ ধরে সেরার মুকুট হারিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে অনুরাগের ছোঁয়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,নতুন ট্র্যাক,New Track

এরই মধ্যে ফাঁস হয়েছে ধারাবাহিকের আগামী পর্ব। আজকের পর্বেই দর্শকদের মনের ইচ্ছা পূরণ করে দীপাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিয়ে বুকে টেনে নেবে সূর্য। আসলে এই  পর্বে দেখা যাবে সূর্যকে চা দিতে গিয়ে হঠাৎই গরম চা দীপার হাতে পড়ে যাবে। আর দীপার হাতে ছ্যাঁকা লাগায় ব্যস্ত হয়ে উঠবে সূর্য।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,নতুন ট্র্যাক,New Track
এরপর দেখা যাবে সূর্য নিজেই  দীপার হাতে মলম লাগিয়ে দেবে। এরপর ব্যথা নিয়েই দীপা আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ার চেষ্টা করতে থাকবে।  কিন্তু হাতে ব্যথা থাকায় সিঁদুর পরতে বেশ অসুবিধায় হয় দীপার। দীপাকে এইভাবে কষ্ট পেতে দেখে সূর্য নিজে থেকেই দীপাকে সিঁদুর পরিয়ে দিতে এগিয়ে আসবে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,নতুন ট্র্যাক,New Track
তবে সিঁদুর পরানোর আগে সূর্য  বলবে সিঁদুর পরারই বা কি দরকার? তখন দীপা সূর্যের মুখে হাত দিয়ে তাকে এমন কথা আর কোনদিন মুখেও  আনতে বারণ করে। এরপরেই দেখা যায় সূর্য নিজে থেকে এসে দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। আর তখনই বিয়ের মুহূর্তের কথা মনে পড়ে যায় দীপার। তখনই সামনে থাকা সূর্যকে জড়িয়ে ধরে দীপা। দীপাকে এমন অবস্থায় দেখে চোখে জল চলে আসে সূর্যেরও। আর এই ভাবেই আরও  একবার কাছাকাছি আসতে চলেছে সকলের প্রিয় সুদীপা জুটি।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥