• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অজান্তেই সূর্যর ভাঙা প্রেম জুড়ল মিশকা! টিভির আগেই ফাঁস দিপাকে কাছে টানার রোম্যান্টিক পর্ব

Published on:

Anurager Chhowa Mishka unwillingly bring Surja Deepa Close Romantic Episode viral on social media

সিরিয়ালপ্রেমী দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম, তা হল স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। লাগাতার বেঙ্গল টপারের শিরোপা জিতে একের পর এক নিত্য নতুন রেকর্ড করে চলেছে এই সিরিয়াল। এখন এই সিরিয়ালের দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে মিল হবে সূর্য দীপার? (Surjo Deepa)।

দিনের পর দিন খলনায়িকা মিশকার শয়তানি আর প্রিয় সুদীপা জুটির বিরহ আর চোখে দেখতে পারছেন না দর্শক। তাই প্রত্যেকেরই দাবি ‘অনেক হয়েছে,এবার সত্যি সামনে আসুক আর মিল হয়ে যাক সূর্য দীপার। ধারাবাহিকের এখনকার ট্র্যাক দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের  মনের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjoদীপা,Deepa,রোম্যান্স,Romance,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,ফাঁস,Leaked

ধীরে ধীরে পর্দা উঠতে শুরু করেছে সমস্ত অজানা সত্যির ওপর থেকে। তাই সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা  রুপার হাত ধরেই তাদের মিল দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক। নিয়মিত দর্শকরা জানেন ইদানিং প্রায় প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা সিরিয়াল। যা দেখে দর্শকরাও দুহাত ভরে ভালোবাসা দিচ্ছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjoদীপা,Deepa,রোম্যান্স,Romance,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,ফাঁস,Leaked

ভাগ্যচক্রে এখন সূর্যের মেয়ে সোনা থাকছে তাঁর ফুল মা অৰ্থাৎ দীপার কাছে আর দীপার মেয়ে রুপা রয়েছে তাঁর ডাক্তারবাবু অর্থাৎ সূর্যের কাছে। এরইমধ্যে বহুদিন পর সিরিয়ালে দেখা দীপার পাতানো দাদা কবীর কে। তার কাছেই সদ্য সূর্য জেনেছে দীপা তাঁর স্ত্রী নয়। কিন্তু প্রতি বারের মতো এবারও পুরো সত্যি না জেনেই আবারও নিজের মনেই কষ্ট পেতে থাকে সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjoদীপা,Deepa,রোম্যান্স,Romance,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,ফাঁস,Leaked

এরই মধ্যে ফাঁস হয়েছে সিরিয়ালের আগাম পর্ব। আসন্ন পর্বে দেখা যাবে মিশকা সূর্য কে জোর করে ড্রিংক করতে নিয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে ড্রিংক করে নেশায় চুর সূর্য মাইক হাতে ‘বোঝে না সে বোঝে না’ গান গাইতে নেশার মধ্যেই চারদিকে শুধু দীপাকে দেখতে থাকে।

Anurager Chhowa Surjo Deepa Upcoming Track

শুধু তাই নয় এরপর দেখা যাচ্ছে নেশা করেই মাঝরাতে দীপার বাড়ি আসবে সূর্য। কিন্তু সে এতটাই নেশার মধ্যে রয়েছে যে ৩ টে দীপা কে দেখছে সে। এরপরেই দেখা যাবে দীপাকে নেশার মধ্যেই ‘আই লাভ ইউ’ বলছে সূর্য । যা দেখার রীতিমতোউত্তেজিত হয়ে পড়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥