• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসাধ্য সাধন করে দেখালো সোনা-রুপা! ফাঁস অনুরাগের ছোঁয়ায় “জামাইষষ্ঠী” স্পেশাল পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জামাইষষ্ঠী,Jamaisasthi

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রতি সপ্তাহে বেঙ্গল টপার হয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সূর্য-দীপার (Surjo-Deepa) এই মিষ্টি প্রেমের গল্প। তবে নায়ক নায়িকার সূর্য-দীপা ছাড়াও এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে তাঁদের দুই মিষ্টি মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)।

তবে দর্শকরা বহুদিন ধরেই চাইছেন সূর্য-দীপার মিল দেখতে। কিন্তু ঘটনার ঘনঘটায় এখনও পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। বেস্ট ফ্রেন্ড মিশকার মগজ ধোলাইয়ে বিশ্বাস করে বারবার সূর্য দীপাকে ভুলই বুঝে চলেছে। আর এই ভাবেই এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প। যদিও ইতিমধ্যেই বেশ কিছু সত্যের মুখোমুখি হয়েছে দীপা-রুপাসহ সেনগুপ্ত বাড়ির সদস্যরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জামাইষষ্ঠী,Jamaisasthi

তবে এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানে এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। সদ্য বাংলা জুড়ে ধুমধাম করে জামাই আদর খেয়েছেন বাংলার জামাইরা। এবার পালা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্যের। আগামী পর্বে এই সিরিয়ালেও ধুমধাম করে জামাইষষ্ঠী পালন করতে চলেছে দীপার বাবা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জামাইষষ্ঠী,Jamaisasthi

ইতিমধ্যেই ফাঁস হয়েছে ধারাবাহিকের সেই পর্ব। সেই পর্বে দেখা যাবে জামাইষষ্ঠীর দিন দীপা দুই মেয়ে সোনা রুপাকে নিয়ে হাজির হয়েছে বাপের বাড়িতে। সেখানেই জামাইষষ্ঠীর ভুরিভোজ সারতে এসেছে সূর্যের ভাই জয়। তাই সূর্যকেও সেখানে আনার প্ল্যান করবে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জামাইষষ্ঠী,Jamaisasthi

আর তাই সে দুই ভাইজিকে দিয়ে মিথ্যে নাটক করিয়ে সেই ভিডিও সূর্যকে পাঠিয়ে  সূর্যকে ডেকে আনবে শ্বশুরবাড়িতে। আর এভাবেই ইচ্ছা না হলেও জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হবে সূর্য। কিন্তু পরে সোনা রুপার কাছে সবটা জানতে পারবে সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জামাইষষ্ঠী,Jamaisasthi

প্রসঙ্গত শুধু সূর্যের জামাইষষ্ঠী নয় আগামীপর্বে থাকবে আরও একাধিক চমক। এই পর্বেই দেখা যাবে দীপার বোন উর্মির হঠাৎ প্রসব যন্ত্রনা  শুরু হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হবে। এরপরেই এক ফুটফুটে সন্তানের জন্ম দেবে সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥