• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল বোঝাবুঝি শেষে এক হচ্ছে সূর্য-দীপা! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র হোলি স্পেশাল পর্ব

Published on:

Anurager Chhowa Holi Special Episode Surjo Deepa Sona Rupa all playing holi together

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serila) অথচ টিভির পর্দায় স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না এমন দর্শক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায় ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo Deepa) ঘিরে দর্শকদের পাগলামির শেষ নেই। এক কথায়প্রিয় ‘সুদীপা’ জুটিকে চোখে হারায় দর্শক।

ধারাবাহিকে সূর্যের (Surjo) চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh) অন্যদিকে দীপা (Deepa) চরিত্রে রয়েছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। টিভির পর্দায় এই মিষ্টি জুটির দুর্দান্ত রসায়ন দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের। দর্শকরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘সুদিপা’ (Sudeepa)।

Anurager Chhowa Upcoming track Surjo Deepa Mishka

এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটি পর্বে চলছে টানটান উত্তেজনা। তাই দর্শকরাও ভালোবাসা দিচ্ছেন দু’হাত ভরে।আর তাই দর্শকদের ভালোবাসাতেই প্রত্যেক সপ্তাহেই বেঙ্গল টপারের শিরোপা জিতে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। সোনাকে নিয়ে সূর্যের আমেরিকা যাওয়া আটকাতে দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়েছিল গোটা সেনগুপ্ত পরিবার।

ওদিকে দীপাও লটারি জিতে রুপাকে নিয়ে পৌঁছেছিল দার্জিলিং। সেখানে সোনার কিডন্যাপ হওয়া থেকে দীপার জেলে যাওয়া ঘটে গিয়েছে এমনই একাধিক ঘটনা। সোনার শরীর আর মনের কথা ভেবে ইতিমধ্যেই দার্জিলিং ছেড়ে কলকাতায় ফিরে এসেছে সবাই। সেইসাথে দেখতে এসে গিয়েছে দোল পূর্ণিমা। গত বছর এই দিনেই দীপাকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,হোলি স্পেশাল,Holi Special,লাবণ্যর স্বপ্ন,Labonyos Dream

তাই সেই দিনটার কথাই বারবার মনে পড়ে যাচ্ছে সূর্য দীপার। এরইমধ্যে দেখা যাচ্ছে দুই মেয়েকে নিয়ে চুটিয়ে রং খেলছে সূর্য দীপা। তবে এমনটা বাস্তবে নয় সবটাই সূর্যের মা লাবণ্য সেনগুপ্তের কল্পনা। আসলে আগামীপর্বে দেখা যাবে একপ্রকার জেদ করেই সূর্য ঠিক করে এই হলিতেই মেয়ে সোনাকে নিয়ে সুদূর আমেরিকা চলে যাবে সে। তাই তাঁদের আটকাতে এয়ারপোর্টের উদেশ্যে রওনা দিয়েছে সূর্যের মা লাবণ্য।

আর তখনই যাওয়ার পথে গাড়ি থেকেই বাইরে এক দম্পতি আর তাদের সাথে দুটো ছোট্ট মেয়েকে রং খেলতে দেখে তিনি মনে মনে কল্পনা করতে শুরু করেন ভুল বোঝাবুঝি মিটিয়ে সূর্য দীপা আবার এক হয়েছে , সোনা-রুপাকে সাথে নিয়েই এই হোলিতে রং খেলায় মেতে উঠেছে গোটা সেনগুপ্ত পরিবার। কিন্তু হলে কি হবে গোটা বিষয়টাই তো লাবণ্য সেনগুপ্তের কল্পনা। যা দেখে তাঁর মতোই  দর্শকরাও মনেপ্রাণে চাইছেন এটাই যেন সত্যি হয়। এখন দেখার আগামী পর্বে দর্শকদের জন্য আর কোন চমক অপেক্ষা করছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥