• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

DDLJ স্টাইলে ট্রেন ধরে সোনা-রুপাকে নিয়ে দার্জিলিংয়ে সূর্য-দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্ব

Published on:

Anurager Chhowa Surjo Deepa going to Darjeeling with Sona Rupa New Promo Viral

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) হলেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের নয়নের মণি। দর্শকরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘সুদিপা’ (Sudeepa)।

ধারাবাহিকে সূর্যের (Surjo) চরিত্রে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh) এবং দীপা (Deepa) চরিত্রে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) দুর্দান্ত রসায়ন দেখে টিভির পর্দা থেকে চোখ সরাতে পারেন না দর্শক। দর্শকদের ভালোবাসায় ইতিমধ্যেই ৮ বার বেঙ্গল টপার হয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল।

প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। এরইমধ্যে দেখতে দেখতে দর্শকদের ভালোবাসায় ১ বছর পার করে ফেলেছে এই সিরিয়াল। মনে ভালোবাসা ভরপুর থাকলেও বহুদিন হল একে  অপরের থেকে দূরে রয়েছে সূর্য দীপা। তাদের এই বিরহ আর চোখে দেখতে পারছেন না দর্শক। তাই বহুদিন ধরেই তাঁদের মিল দেখতে চাইছিলেন দর্শক।

Anurager Chhowa Surjo Deepa

সদ্য গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভালোবাসার দিনেই দর্শকদের মনের ইচ্ছা খানিকটা হলেও পূরণ করেছেনএই সিরিয়ালের নির্মাতারা। তবে বাস্তবে নয় স্বপ্নে। যার ফলে দুধের স্বাদ ঘোলে মিটিয়েই আপাতত প্রাণ জুড়িয়েছে দর্শকদের। সেইসাথে দর্শকদের বাড়তি পাওনা এই সিরিয়ালের আজকের পর্ব। সোনার জন্যই বহুদিন পর এক রাতের জন্য হলেও একসাথে কাটিয়েছে সূর্য দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowaসূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,দার্জিলিং ভ্রমণ,Darjeeling Tour

সেইসাথে দর্শক দেখেছেন বেশ কিছু মিষ্টি মুহূর্তও। তবে এখনও ভুল বোঝাবুঝি মেটেনি এক ফোঁটাও। এরইমধ্যে আজকের পর্বে প্রিক্যাপ ভিডিও দেখে দর্শক জেনে গিয়েছেন খুব শিগগিরই সূর্য এবং তাঁর গোটা পরিবার দার্জিলিং ভ্রমণে যাবে। অন্যদিকে দীপার কাছে সুযোগ এসেছে দার্জিলিং ভ্রমণে যাওয়ার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowaসূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,দার্জিলিং ভ্রমণ,Darjeeling Tour

এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের চোখ জুড়ানো এক নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে ঘুরতে যাওয়ার ট্রেনে উঠে দেখা হয়ে গিয়েছে সোনা-রুপার। অন্যদিকে দীপা জল কিনতে প্লাটফর্মে নেমেছে। আর সূর্য সোনাকে খুঁজতে খুঁজতে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। আর তখনই ট্রেন ছেড়ে দেয়। কিন্তু দীপা তখনও ট্রেনে উঠতে পারেনি।

আর এরপরেই দেখা যায় একেবারে ফিল্মি স্টাইলে শাহরুখ কাজলের ‘দিলয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ র সেই বিখ্যাত দৃশ্যের মতোই দীপা ট্রেনের পিছনে ছুটছে আর সূর্য ট্রেন থেকে হাত বাড়িয়ে দিচ্ছে।  আর ব্যাকগ্রউন্ডে বাজছে ওই সিনেমারই গান। এই দারুন মিষ্টি প্রোমো দেখার পর থেকে দর্শকরা নিজের উৎসাহ আর ধরে রাখতে পারছেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥