• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে ট্র্যাকে ফিরছে গল্প, কোর্টের আদেশে একসাথে হতেই কাছাকাছি সূর্য-দীপা! ফাঁস ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa Surja Deepa will come close soon

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপাই (Surjo-Deepa) এখন দর্শকদের নয়নের মণি। তাঁদের মিষ্টি রসায়নের ছাপ পড়ছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেও।সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন ঝড়ের বেগে এগোচ্ছে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব।

সেইসাথে এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে নিত্যনতুন চমক। তাই এখন অনুরাগের ছোঁয়ার একটা এপিসোডও মিস করেন না দর্শক।এই সিরিয়ালের দর্শকদের মনের এখন একটাই ইচ্ছা। তা হল নায়ক নায়িকা সূর্য দীপার মিল দেখা। সেই অপেক্ষাতেই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ৯টা বাজতেই হাতের সব কাজ সেরে সবাই বসে পড়েন টিভির সামনে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন প্রমো,New Promo,উচ্ছসিত দর্শক,Exited Audience

তবে বহুদিন ধরেই ধারাবাহিকে চলছে একঘেয়ে ট্র্যাক। বার বার সূর্য যেভাবে দীপাকে ভুল বুঝছে তাতে রীতিমতো বিরক্ত দর্শক। যার ফলে চলতি সপ্তাহেই টি আর পি তালিকায় ধাক্কা খেয়েছে এই সিরিয়াল। তবে এবার দর্শকদের দিলখুশ করতে কোমর কষেছেন এই সিরিয়ালের নির্মাতারাও।দর্শকদের মনের ক্লান্তি দূর করতে এবার ধারাবাহিকে আসছে আরো এক ঝাঁক নতুন চমক। সবেমাত্র কোর্টে বিচারপতির রায় শুনে খুশি হয়েছিলেন দর্শক। তাই বিচারকের নির্দেশ মতোই এবার সূর্য-দীপকে ছ’মাস একছাদের তলায় থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন প্রমো,New Promo,উচ্ছসিত দর্শক,Exited Audience

দর্শকরা মনে করছেন এইভাবেই ছয় মাস একসাথে থাকতে থাকতেই সূর্য-দীপার মধ্যে থাকা অভিমানের বরফ  গলে তা ভালবাসায় পরিণত হবে। জীবন সূর্য দীপাকে আরও একবার সুযোগ দিয়েছে সংসারটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। তাই দীপাও ঠিক করে নিয়েছে এই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। আর এতেই আশার আলো দেখতে পাচ্ছেন দর্শকরা। আর এবার দর্শকদের উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে প্রকাশ্যে এলো অনুরাগের ছোঁয়ার একটি নতুন প্রমো (New Promo)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,নতুন প্রমো,New Promo,উচ্ছসিত দর্শক,Exited Audience

এই প্রমোতে দেখা যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে সোনা রুপা নিজেদের মধ্যে বলাবলি করছেন ‘রুপার মা আর ডাক্তারবাবু যেখানেই আছে তারা দুজনেই সেখানে খুব ভালো আছে’। এর পরেই দেখা যায় সূর্য দীপার সাথেই তার বাড়িতে এসে থাকছে।কিন্তু প্রচন্ড গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়ায় হাতে মোমবাতি নিয়ে দীপা ভাবছে ডাক্তারবাবুর এই গরমে খুব কষ্ট হবে। এরপরেই দেখা যায় বিছানা থেকে হাত বাড়িয়ে জলের গ্লাস নিতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল সূর্য। তখনই এসে তাকে ধরে নেয় দীপা। এদিন দেখা যায় আগের মতোই সূর্যের কষ্টে বিচলিত হয়ে পড়েছে দীপা।

আর ভয় পেয়ে গিয়ে সে সূর্যের কাছে জানতে চায় তার ব্যথা লেগেছে কিনা? এ কথা শুনে অভিমানী সূর্য জানায় ‘কি হবে জেনে? এই কদিনে আমার এত বছরের ব্যথা কি তুমি ভুলিয়ে দিতে পারবে?’ উত্তরে হাত বাড়িয়ে দীপা বলে ওঠে’ আমি আমার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি ডাক্তারবাবু, আপনি কি আমায় ফিরিয়ে দেবেন?’ এই  প্রোমো প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া অনুরাগের ছোঁয়ার সূর্য দীপার ভক্তদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥